Advertisement
E-Paper

সিএনজি চালু করতে আলোচনা

শহরে কম্প্রেসড্‌ ন্যাচারাল গ্যাস (সিএনজি) আনা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্তাদের সঙ্গে বৈঠক করবে জাতীয় পরিবেশ আদালতের (ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল) ডিভিশন বেঞ্চ। ৭ ডিসেম্বর ওই বৈঠক হবে পরিবেশ আদালতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ০০:১৩

শহরে কম্প্রেসড্‌ ন্যাচারাল গ্যাস (সিএনজি) আনা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্তাদের সঙ্গে বৈঠক করবে জাতীয় পরিবেশ আদালতের (ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল) ডিভিশন বেঞ্চ। ৭ ডিসেম্বর ওই বৈঠক হবে পরিবেশ আদালতে। আদালতের বিচারপতি এস পি ওয়াংদি ও বিশেষজ্ঞ-সদস্য পি সি মিশ্রের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানায়, রাজ্যের মুখ্যসচিব ও শিল্পসচিবকে বৈঠকে থাকতে হবে। থাকবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম সচিবও। পাশাপাশি থাকতে বলা হয়েছে গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন, গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (গেল), রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ও এ রাজ্যে প্রাকৃতিক গ্যাসের ব্যবসা করা দু’টি বেসরকারি সংস্থার শীর্ষ কর্তাদেরও।

শহরের বায়ু দূষণ নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব পরিবেশকর্মীরা। তাঁদের অভিযোগ, শহরে চলা ডিজেল গাড়ির ধোঁয়া দূষণের অন্যতম কারণ। পরিবেশবান্ধব জ্বালানির স্বপক্ষেও সওয়াল করে আসছেন তাঁরা। শহরে এই জ্বালানি আনা নিয়ে পরিবেশ আদালতে মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি জানান, সিএনজি আনা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ‘মউ’ স্বাক্ষর হলেও কার্যকর হয়নি। বরং এ নিয়ে বারবার পরস্পর-বিরোধী বক্তব্য উঠে এসেছে। এই সব জট কাটাতেই আদালত সব পক্ষকে নিয়ে বৈঠকে বসতে চেয়েছে।

পরিবেশকর্মীদের একাংশ বলছেন, সিএনজি আনতে হলে উত্তরপাড়া থেকে পাইপলাইন পাততে হবে। সেই কাজ খুব সহজ নয়। প্রকল্পের খরচও অনেক বেশি পড়বে। এ রাজ্যে আসানসোল-দুর্গাপুরে কোলবেড মিথেন গ্যাস মেলে। সেই গ্যাস কলকাতায় কেন চালু করা হবে না, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

CNG National Green Tribunal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy