Advertisement
২৩ এপ্রিল ২০২৪

চিকিৎসায় ‘গাফিলতি’

চিকিৎসায় গাফিলতিতে ৩৬ বছরের এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠল গরফা লেনে।পুলিশ জানায়, তপন রায়চৌধুরী নামের এক বৃদ্ধ জানান, এক মহিলা চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন ছিলেন তাঁর মেয়ে ঊর্বশী ক্লেইনম্যান (রায়চৌধুরী)।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০১:০৩
Share: Save:

চিকিৎসায় গাফিলতিতে ৩৬ বছরের এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠল গরফা লেনে।

পুলিশ জানায়, তপন রায়চৌধুরী নামের এক বৃদ্ধ জানান, এক মহিলা চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন ছিলেন তাঁর মেয়ে ঊর্বশী ক্লেইনম্যান (রায়চৌধুরী)। ওই চিকিৎসকের গাফিলতির জেরেই মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর। তপনবাবুর দাবি, গত বছর এপ্রিলে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন ঊর্বশীদেবী। চিকিৎসক জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থার শেষের দিকে তাঁর শরীরে জল জমছে (ইডিমা)। সন্তানের জন্মের সাত দিনের মাথায় মা ও শিশুকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, এর চার দিনের মাথায়, ১৪ এপ্রিল মৃত্যু হয় ঊর্বশীর।

তপনবাবু জানিয়েছেন, ইডিমা অবস্থায় সন্তানকে শরীরে রাখা বিপজ্জনক এ কথা চিকিৎসক নিজেই জানিয়েছিলেন। অভিযোগ, সিজার করতে অনেক দেরি করেন ওই চিকিৎসক। সন্তান জন্মানোর পরবর্তী চিকিৎসা ঠিক করে করা হয়নি বলেই অভিযোগ তাঁর। পুলিশ জানায়, সব দিক খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Private Hospital Negligence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE