কোভিড সংক্রমণের আতঙ্ক আগের তুলনায় কমে গেলেও বাসে-ট্রেনে যাত্রীর সংখ্যা এখনও সেই তুলনায় বাড়েনি। কারণ, গণপরিবহণ ব্যবহার করার থেকে মানুষ বিকল্প মাধ্যমেই বেশি স্বাচ্ছন্দ্য খুঁজে নিয়েছেন। এ বার তাই গণপরিবহণে আগ্রহ ফেরাতে বিশেষ অ্যাপ তৈরি করল রাজ্য পরিবহণ নিগম। যার মাধ্যমে ঘর থেকেই দূরপাল্লার বাতানুকূল বাস, বিশেষ ট্রাম ও জলযানে ভ্রমণের টিকিট কাটা যাবে। এমনকি পুজোর সময়ে মণ্ডপ ঘুরতে বিশেষ বাস পরিষেবা বা গঙ্গাবক্ষে বিসর্জন দেখার জন্য ভেসেলে আসন সংরক্ষণের সুযোগও মিলবে একই অ্যাপ থেকে। তবে শহর থেকে প্রতিদিন স্বল্প দূরত্বের রুটে রাজ্য পরিবহণ নিগমের যে সব বাস চলে, তার টিকিট অ্যাপ থেকে কাটা যাবে না।
করোনা পর্বের ঘরবন্দি দশা কাটাতে অনেকেই একটু একটু করে বেরোতে চাইছেন। রাজ্য পরিবহণ নিগম সূত্রের খবর, কোথায়, কী ভাবে পৌঁছনো যাবে তা নিয়ে এখনও বেশির ভাগ মানুষের সংশয় থাকায় তাঁরা ব্যক্তিগত গাড়ি বা ভাড়ার গাড়ি ব্যবহার করছেন। কাছাকাছি গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রেও ওই প্রবণতাই বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে। এই অবস্থায় গণপরিবহণে বিনোদনমূলক সফর এবং দূরপাল্লার বাতানুকূল ভলভো বাসের সফর যাত্রীদের কাছে পৌঁছে দিতে ‘ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন-ভার্সন ১.০’ নামের অ্যাপ তৈরি করেছে নিগম।
অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে-স্টোর থেকে সেটি ডাউনলোড করা যাচ্ছে। অল্প কিছু দিনের মধ্যে ওই অ্যাপ অ্যাপল স্টোরেও পাওয়া যাবে, জানাচ্ছেন সংস্থার আধিকারিকেরা। অ্যাপ ডাউনলোড করার পরে যাত্রীকে নিজের নাম নথিভুক্ত করতে হবে। ওটিপি এবং পাসওয়ার্ডের প্রক্রিয়া সম্পূর্ণ হলেই নির্দিষ্ট অ্যাপটি থেকে যাত্রীরা বুক করতে পারবেন।