বাগবাজারে দুঃস্থ পড়ুয়াদের জন্য নতুন কম্পিউটার ল্যাব চালু হল। শুক্রবার মহারাজা কাশিমবাজার পলিটেকনিক (এমসিপি) ইনস্টিটিউটে এই ল্যাবটির উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। মার্লিন গোষ্ঠী এবং সাউথ সিটি প্রজেক্ট্সের উদ্যোগ ও সহায়তায় কম্পিউটার ল্যাবটি খোলা হয়েছে। মূলত, দুঃস্থ ছাত্রছাত্রীদের ‘ডিজিটাল লার্নিং’য়ে অভ্যস্ত করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।
মহারাজা কাশিমবাজার পলিটেকনিক (এমসিপি) ইনস্টিটিউটে কম্পিউটার ল্যাবের উদ্বোধন। —নিজস্ব চিত্র।
এমসিপি ইনস্টিটিউটের অভ্যন্তরে নতুন কম্পিউটার ল্যাবটিতে আপাতত পাঁচটি কম্পিউটার রাখা হয়েছে। শশী এই ল্যাবের উদ্বোধন করে বলেন, ‘‘মার্লিন গোষ্ঠী এবং সাউথ সিটি প্রজেক্ট্স আমাদের সাহায্যে এগিয়ে এসেছে। ওদের কাছে আমরা কৃতজ্ঞ। জনপ্রতিনিধি হিসাবে এমসিপি ইনস্টিটিউট এবং এলাকার বাসিন্দাদের তরফ থেকে উভয় গোষ্ঠীকেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সিএসআর তহবিল উপযুক্ত ভাবে ব্যবহার করে আমাদের যে সাহায্য তারা করেছে, তা সমাজের তৃণমূল স্তরের উন্নয়নে কর্পোরেট অবদানের দৃষ্টান্ত স্থাপন করল।’’
কম্পিউটার ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্লিন গোষ্ঠীর চেয়ারম্যান তথা সাউথ সিটি প্রজেক্ট্সের ডিরেক্টর সুশীল মোহতা। তিনি বলেন, ‘‘এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের সহযোগিতা করতে পেরে আমরা সম্মানিত। আমরা বিশ্বাস করি, ক্ষমতায়নের ভিত্তি হল শিক্ষা। এই ল্যাব ছাত্রছাত্রীদের আগামী দিনে ডিজিটাল দুনিয়ায় সাহসী পদক্ষেপ করতে সাহায্য করবে।’’