লোকসভা ভোটের আগেই যাদবপুর ও টালিগঞ্জে বাড়ানো হবে পানীয় জলের সরবরাহ। গার্ডেনরিচ থেকে অতিরিক্ত জল সরবরাহের জন্য আলাদা পাইপ বসানো হচ্ছে। কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরের ধারণা, আগামী বছরের গোড়ায় সেই কাজ শেষ হয়ে যাবে। ৩.৯ কিমি পাইপ বসাতে খরচ হবে প্রায় ১৫ কোটি টাকা। তার পরেই যাদবপুর ও টালিগঞ্জের বিভিন্ন জায়গায় আরও বেশি করে পৌঁছে দেওয়া যাবে পরিস্রুত পানীয় জল।
সম্প্রতি ওই দুই অঞ্চলের অন্তত ১৯টি ওয়ার্ড-এলাকায় জল সরবরাহ নিয়ে বিস্তর অভিযোগ শুনতে হয়েছে কাউন্সিলরদের। তাঁরা এতটাই হতাশ যে, কেউ কেউ দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন এই সমস্যা মেটাতে না পারলে ভোটে ওয়ার্ড তৃণমূলের হাতছাড়া হতে পারে। দলের পক্ষে এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজ্যের মন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাসের কানেও সে কথা তুলেছেন তাঁরা। বিষয়টি আনা হয়েছে মুখ্যমন্ত্রীর গোচরেও।
পানীয় জলের অভাব মেটাতে কী পদক্ষেপ করা হচ্ছে?