দমদম বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে কোনও বহুতল তৈরি করা যাবে না। শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘আমি ডিজি বিল্ডিংকে এ বিষয়ে নির্দেশ দিয়েছি কোনও বহুতলে এখন ছাড়পত্র না দিতে।’’
অহমদাবাদের বিমান বিপর্যয় পরবর্তী সময়ে আরও সাবধানি দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর লাগোয়া অঞ্চলে বহুতল নির্মাণের ক্ষেত্রে আরও কড়াকড়ি করার কথা ভাবছেন তাঁরা। বিমানবন্দর সন্নিহিত একাধিক পুরসভাকে মৌখিক ভাবে জানানো হয়েছে, বিমানবন্দরের ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনও বিশাল আকারের বহুতল নির্মাণের ক্ষেত্রে, বিমানবন্দর কর্তৃপক্ষের সবুজ সঙ্কেত বাধ্যতামূলক করার কথা ভাবা হচ্ছে। সেটি ছাড়া বহুতল নির্মাণের অনুমতি দেওয়া যাবে না। সূত্রের খবর, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর এবং উত্তর দমদম পুরসভা এর আওতায় আসতে চলেছে। এ বিষয়েই ফিরহাদকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, ‘‘আমাদের কাছে এখনও নোটিফিকেশন আসেনি। বিষয়টি এলে তা আমরা দেখে নিয়ে ব্যব্যবস্থা নেওয়া হবে।’’
আরও পড়ুন:
পাশাপাশি পুরসভা জানিয়েছে, পুরসভার উদ্যোগে ‘মাই সিটি কলকাতা’ অ্যাপ চালু হচ্ছে। বাইরে থেকে যাঁরা কলকাতায় আসেন, তাঁরা সমস্ত তথ্য ওই অ্যাপ থেকেই সংগ্রহ করতে পারবেন। শুক্রবার অ্যাপটির উদ্বোধন করেন মেয়র।