দমদমের বেদিয়াপাড়া এলাকায় পেশায় অটোচালক এক ব্যক্তির অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় অভিযোগ দায়ের হলেও ২৪ ঘণ্টা পরে কাউকে ধরতে পারল না পুলিশ। অথচ, বৃহস্পতিবার রাতে আক্রান্ত হওয়ার পরে ওই ব্যক্তির পরিবারকে হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। এমনকি, শাসকদলের এক নেতার অনুগামীদের তরফে বিধানসভা নির্বাচনের পরে তাঁদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
বৃহস্পতিবার ভোরে দক্ষিণ দমদমের ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়ার তারকনাথ কলোনি থেকে রঞ্জিত কর্মকার নামে অগ্নিদগ্ধ ওই ব্যক্তিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রঞ্জিতের শরীরের পিছন দিকের একাংশ ঝলসে গিয়েছে।
ঘটনায় শাসকদল ঘনিষ্ঠ কয়েক জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তুলেছে রঞ্জিতের পরিবার। তাদের অভিযোগ, পেট্রল ঢেলে রঞ্জিতকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। অথচ, অভিযুক্তদের আড়াল করা এবং আক্রান্তের পরিবারের উপরে চাপ তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগের তির স্থানীয় পুরপ্রতিনিধি তথা পুরসভার চেয়ারম্যান পারিষদ মৃন্ময় দাসের দিকে।
যদিও ওই পুরপ্রতিনিধি যাবতীয় অভিযোগ খারিজ করে জানান, তিনি হাসপাতালে আক্রান্তের সঙ্গে কথা বলেছেন। শুক্রবারও রঞ্জিতের খোঁজ নিয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ওই পুরপ্রতিনিধির দাবি, প্রাথমিক ভাবে যে খবর তিনি পেয়েছিলেন, তাতে দুর্ঘটনা মনে হয়েছিল। পরে আক্রান্তের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে, এটি দুর্ঘটনা নয়। বরং ঘটানো হয়েছে। যে বা যাঁরা ওই ঘটনায় জড়িত, পুলিশকে বলা হয়েছে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে।
অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত হচ্ছে। অভিযুক্তদের সঙ্গে কথা বলা হবে। অভিযুক্ত কয়েক জনের খোঁজ চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)