Advertisement
E-Paper

বিমানবন্দরে বাড়ছে বাস বোর্ডিং গেট

যে গেট দিয়ে বেরিয়ে উড়ান সংস্থার বাসে চেপে যাত্রীরা বিমানে ওঠেন, কলকাতা বিমানবন্দরের সেই বাস বোর্ডিং গেটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

সুনন্দ ঘোষ

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০০:৫৬
বাড়ানো হচ্ছে এমন গেটের সংখ্যা। নিজস্ব চিত্র

বাড়ানো হচ্ছে এমন গেটের সংখ্যা। নিজস্ব চিত্র

নিত্য দিন বাড়ছে যাত্রী সংখ্যা। নতুন নতুন উড়ান সংস্থা ডানা মেলছে কলকাতা থেকে।

তাই যে গেট দিয়ে বেরিয়ে উড়ান সংস্থার বাসে চেপে যাত্রীরা বিমানে ওঠেন, কলকাতা বিমানবন্দরের সেই বাস বোর্ডিং গেটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। আপাতত ওই ধরনের মোট ছ’টি গেট রয়েছে রবিবার কলকাতায় সদ্য নিযুক্ত অধিকর্তা কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, সেই গেটের সংখ্যা বাড়িয়ে দশটি করা হবে।

এ ছাড়াও কিছু কিছু বদল আসছে বিমানবন্দরে। যেমন এত দিন কোনও যাত্রী দিল্লি থেকে কলকাতায় এসে আগরতলার উড়ান ধরতে চাইলে তাঁকে বেশ ঘুর পথে যেতে হত। হয় টার্মিনালের বাইরে গিয়ে দোতলায় উঠে আবার টার্মিনালে ঢুকতে হত, না হলে চলমান সিঁড়ি দিয়ে অ্যারাইভাল লাউঞ্জ থেকে ডিপারচার লাউঞ্জে গিয়ে নতুন করে চেক-ইন করতে হত। এমন ট্রানজিট যাত্রীদের জন্য অ্যারাইভাল লাউঞ্জের কাছেই তৈরি হচ্ছে চেক-ইন কাউন্টার। বসছে নতুন লিফ্‌টও। এ দিন কৌশিকবাবু বলেন, ‘‘বাস বোর্ডিং গেটের সংলগ্ন যে এলাকা বাড়ানো হচ্ছে, সেখানে তিনটি লিফট বসানো হবে। ট্রানজিট যাত্রীরা এসে সেখানে চেক-ইন করে অন্য শহরের উড়ান ধরতে পারবেন।’’ বাস বোর্ডিং গেট বাড়ানোর এই কাজ সদ্য শুরু হয়েছে। নভেম্বর মাস নাগাদ কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিমানবন্দর সূত্রের খবর, এখন প্রতি দিন অভ্যন্তরীণ ক্ষেত্র দিয়ে গড়ে ২৭ হাজার যাত্রী যাতায়াত করছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে সংখ্যাটি প্রায় পাঁচ হাজার। রবিবারেই কলকাতা থেকে নতুন দু’টি উড়ানের সূচনা হয়েছে। ওড়িশার ঝাড়সুগুদা থেকে কলকাতার উড়ান শুরু করেছে একটি সংস্থা। ব্যাঙ্কক থেকেও উড়ান শুরু করেছে তাইল্যান্ডের একটি বেসরকারি সংস্থা।

নতুন টার্মিনালে অভ্যন্তরীণ উড়ানের জন্য ১৪টি এরোব্রিজ রয়েছে। আন্তর্জাতিক উড়ানের জন্য রয়েছে ৪টি এরোব্রিজ। নতুন টার্মিনালের দোতলায় ডিপারচার এলাকায় ঢুকে এই এরোব্রিজ দিয়ে সরাসরি বিমানে উঠে যাওয়া যায়। কিন্তু এই এরোব্রিজ তুলনায় বড় বিমানের জন্য। গত কয়েক বছরের হিসেব অনুযায়ী, কলকাতা থেকে প্রধানত সস্তার উড়ান বাড়ছে। আর বাড়ছে ছোট বিমানের সংখ্যা। এমনকি, উড়ান সংখ্যা বেড়ে যাওয়ায় এখন সমস্ত বড় বিমানকেও এরোব্রিজের সুবিধা দেওয়া যাচ্ছে না। ছোট বিমানের মতো সেই সব বিমানও দূরে পার্কিং বে-তে দাঁড়ায়। যাত্রীরা বাসে করে গিয়ে সেই সব বিমানে ওঠেন। ডিপারচার দোতলায় হলেও তাঁদের জন্য একতলায় এই বাস বোর্ডিং গেট বানানো হয়েছে। ইদানীং এই বাস বোর্ডিং গেটের সামনে ক্রমাগত ভিড় বাড়ছে। প্রায় ২০০ লোকের বসার জায়গা থাকলেও, অনেক সময়ে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কৌশিকবাবু জানিয়েছেন, চারটি গেট বাড়ানোর পাশাপাশি ওখানে তাই আরও নতুন ১০০টি আসনও বাড়ানো হবে।

Netaji Subhash Chandra Bose International Airport Bus Boarding Gate Kolkata Airport
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy