নিত্য দিন বাড়ছে যাত্রী সংখ্যা। নতুন নতুন উড়ান সংস্থা ডানা মেলছে কলকাতা থেকে।
তাই যে গেট দিয়ে বেরিয়ে উড়ান সংস্থার বাসে চেপে যাত্রীরা বিমানে ওঠেন, কলকাতা বিমানবন্দরের সেই বাস বোর্ডিং গেটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। আপাতত ওই ধরনের মোট ছ’টি গেট রয়েছে রবিবার কলকাতায় সদ্য নিযুক্ত অধিকর্তা কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, সেই গেটের সংখ্যা বাড়িয়ে দশটি করা হবে।
এ ছাড়াও কিছু কিছু বদল আসছে বিমানবন্দরে। যেমন এত দিন কোনও যাত্রী দিল্লি থেকে কলকাতায় এসে আগরতলার উড়ান ধরতে চাইলে তাঁকে বেশ ঘুর পথে যেতে হত। হয় টার্মিনালের বাইরে গিয়ে দোতলায় উঠে আবার টার্মিনালে ঢুকতে হত, না হলে চলমান সিঁড়ি দিয়ে অ্যারাইভাল লাউঞ্জ থেকে ডিপারচার লাউঞ্জে গিয়ে নতুন করে চেক-ইন করতে হত। এমন ট্রানজিট যাত্রীদের জন্য অ্যারাইভাল লাউঞ্জের কাছেই তৈরি হচ্ছে চেক-ইন কাউন্টার। বসছে নতুন লিফ্টও। এ দিন কৌশিকবাবু বলেন, ‘‘বাস বোর্ডিং গেটের সংলগ্ন যে এলাকা বাড়ানো হচ্ছে, সেখানে তিনটি লিফট বসানো হবে। ট্রানজিট যাত্রীরা এসে সেখানে চেক-ইন করে অন্য শহরের উড়ান ধরতে পারবেন।’’ বাস বোর্ডিং গেট বাড়ানোর এই কাজ সদ্য শুরু হয়েছে। নভেম্বর মাস নাগাদ কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।