বাবাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার, মহেশতলা থানার চকচান্দুলের ঘটনা। মৃতের নাম মাধব দত্ত (৫৭)। পুলিশ জানায়, পেশায় রিকশাচালক মাধবের দর্জির দোকান আছে। দোকানের মালিকানা নিয়ে তাঁর সঙ্গে মাঝেমধ্যেই ছেলে শুভব্রতর ঝামেলা হত। এ দিনও তেমনই ঝামেলার সময়ে আচমকা শুভব্রত চপার বার করে বাবার ঘাড়ে, মাথায় এলোপাথাড়ি কোপ মারতে থাকে। মাধববাবুর চিৎকারে লোকজন ছুটে এলে পালায় শুভব্রত। হাসপাতালে চিকিৎসকেরা মাধববাবুকে মৃত ঘোষণা করেন। পরে নাদিয়ালে শুভব্রতর শ্বশুরবাড়ি থেকে তাকে ধরে পুলিশ। উদ্ধার হয়েছে চপারটিও।