Advertisement
E-Paper

আরজি করের প্রয়াত চিকিৎসকের মৃত্যুর বর্ষপূর্তিতে প্রতিবাদে নামতে রাজ্যবাসীকে অনুরোধ মা-বাবার

প্রয়াত চিকিৎসকের মা-বাবার ডাকে আয়োজিত এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে সেই দিন নবান্ন অভিযান হবে ডোরিনা ক্রসিং এবং সাঁতরাগাছি রুট ধরে। সেই আন্দোলনে শামিল হয়ে তাঁদের মেয়ের হত্যার বিচারের দাবিতে সরব হতে অনুরোধ জানালেন রাজ্যবাসীকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ২১:০৩
On the anniversary of the death of late doctor Abhaya in the preparatory meeting of the Nabanna Avijan, the parents announced to protest, demanding justice

বৃহস্পতিবার আইসিসিআর প্রেক্ষাগৃহে নবান্ন অভিযান কর্মসূচির প্রস্তুতি সভায় বক্তৃতা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।

আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের এক বছর হতে চলল। কন্যার মৃত্যুর বর্ষপূর্তিতে এ বার পথে নামছে তাঁর পরিবার। তাঁর মৃত্যুদিবস ৯ অগস্টকে সামনে রেখে বৃহস্পতিবার কলকাতায় আইসিসিআর-এর প্রেক্ষাগৃহে এক সভায় ঘোষণা করা হল ‘নবান্ন অভিযান’ কর্মসূচি। প্রয়াত চিকিৎসকের মা-বাবার ডাকে আয়োজিত এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে সেই দিন নবান্ন অভিযান হবে ডোরিনা ক্রসিং এবং সাঁতরাগাছি রুট ধরে। সেই আন্দোলনে শামিল হয়ে তাঁদের মেয়ের হত্যার বিচারের দাবিতে সরব হতে অনুরোধ জানালেন রাজ্যবাসীকে।

এই অভিযান ঘিরে চালু করা হয়েছে একটি বিশেষ পোর্টাল— www.nabannaavijan.com। বৃহস্পতিবার সেই পোর্টালের উদ্বোধনের সময় প্রথম নাম নথিভুক্ত করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই কর্মসূচিতে ৫ লক্ষ মানুষের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সঙ্গে থাকবেন ১০ হাজার স্বেচ্ছাসেবী ভলান্টিয়ারও। শুভেন্দু আরও বলেন , “এই আন্দোলন কোনও দলের নয়, এটি প্রয়াত চিকিৎসকের পরিবারের ন্যায়বিচারের লড়াই। তাই বিজেপির সকল কর্মী এই কর্মসূচিতে দলীয় পতাকা ছাড়াই অংশ নেবেন।” একইসঙ্গে তিনি জানান, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই আন্দোলনে নিঃশর্ত সমর্থন জানিয়েছেন। তাই বিজেপি কর্মীরা দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা নিয়ে এই অভিযানে শামিল হবেন।

অভয়ার মা-বাবা ৯ অগস্টের নবান্ন অভিযানের পাশাপাশি ১৪ অগস্ট রাতে ‘নবান্ন রাত দখল’ কর্মসূচির ঘোষণা করেন। তাঁদের কথায়, “আমাদের মেয়ের জন্য বিচার চাই। আর তার জন্য যদি লাখো মানুষের সামনে হাঁটতে হয়, তাও করব।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই কর্মসূচি রাজ্য রাজনীতিতে বিরোধীদের আন্দোলনকে নতুন গতি দিতে পারে।

Nabanna Abhijan Nabanna Abhijan for R G kar protest Suvendu Adhikari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy