আনন্দপুরে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় ‘নির্যাতিতা’র সহপাঠীকে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ। ৮ অক্টোবর আনন্দপুর থানায় ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন এক তরুণী। তাঁর অভিযোগ, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা নাগাদ আনন্দপুরে তাঁর ফ্ল্যাটে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় এ বার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
এফআইআর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ‘নির্যাতিতা’র সহপাঠী হন। আনন্দপুরের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন ওই তরুণী। গত ২৬ সেপ্টেম্বর তাঁর সেই ফ্ল্যাটে নিজের জিনিসপত্র আনতে গিয়েছিলেন অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে সময় ফ্ল্যাটে একা ছিলেন তরুণী। অভিযোগ, সেই সুযোগ নিয়ে তাঁকে জোর করে মদ্যপান করান যুবক। তার পরে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
তরুণীর বাড়ি ভিন্রাজ্যে। অভিযোগ, ঘটনার পরে তাঁকে জোর করে সেখানে পাঠিয়ে দেন অভিযুক্ত। বাড়ি ফিরে প্রথমে তরুণী বাড়ির লোকজনকে ভয়ে কিছু বলেননি। পরে তিনি তাঁদের সব জানান। তরুণীর আত্মীয়েরা বিষয়টি থানায় জানানোর সিদ্ধান্ত নেন। তখন কলকাতায় ফিরে এসে আনন্দপুর থানায় অভিযোগ করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।