Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Arrest

প্রতিবাদীকে মারধরে গ্রেফতার এক

অভিযোগকারী রাজা দত্ত জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ মুর অ্যাভিনিউ এবং শান্তিনগরের মোড়ের কাছে তাঁর উপরে হামলা চালায় চার যুবক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০২:৫৬
Share: Save:

বাড়ির সামনেই অজ্ঞাতপরিচয় যুবকদের হাতে এক ব্যক্তির নিগৃহীত হওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে রিজেন্ট পার্ক এলাকায়। ওই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে এক জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, অভিযোগকারী রাজা দত্ত জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ মুর অ্যাভিনিউ এবং শান্তিনগরের মোড়ের কাছে তাঁর উপরে হামলা চালায় চার যুবক। হামলাকারীরা একটি গাড়িতে ছিল বলে দাবি। রাজা পুলিশকে জানিয়েছেন, স্ত্রীকে নিয়ে তিনি হেঁটেই যাচ্ছিলেন। দূর থেকে ওই চার যুবককে গাড়ি নিয়ে আসতে দেখে আস্তে চালানোর জন্য হাত দেখান। কিন্তু গাড়ির চালক জমা জলের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এতে নোংরা জলে প্রায় ভিজে যান তিনি। রাজার আরও অভিযোগ, এর প্রতিবাদ করলে চার জন নেমে এসে তাঁকে মারধর করে। ইট দিয়ে পিছন থেকে এসে তাঁর মাথায় আঘাত করায় মাথা ফেটে যায়। আশপাশের লোক বেরিয়ে এলে ওই চার জন পালায়।

এই ঘটনায় তাঁর মাথায় আটটি সেলাই পড়েছে। রাজা জানান, কাদা জল থেকে বাঁচতেই তিনি হাত দেখিয়েছিলেন। কিন্তু গাড়িটি ভিজিয়ে দেওয়ায় প্রতিবাদ করেন তিনি। তখনই চালক-সহ চার জন নেমে হামলা চালায়। রাজার দাবি, অভিযুক্তেরা মত্ত অবস্থায় ছিল। বুধবার ফোনে রাজা জানান, “বাড়ির সামনে এ রকম ঘটনা প্রথম। নিরাপত্তার অভাব বোধ করছি।”

তিনি জানান, এলাকায় অনেক বয়স্ক লোক থাকেন। ঘটনার সময়ে অনেকে বেরিয়েও এসেছিলেন। এক মহিলা প্রতিবাদ করতে গেলে ওই যুবকেরা তাঁকেও মারতে যান বলে অভিযোগ। ওই সময়ে মহিলার ছেলে চলে আসায় কিছু হয়নি। রাজার দাবি, অভিযুক্তেরা তাঁর পরিচিত নয়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক জিনিস দিয়ে আঘাত করা, এলাকার শান্তি বিঘ্নিত করার মতো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Crime Regent Park
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE