প্রিন্সেপ ঘাটে গঙ্গাবক্ষে নৌকাবিহার চলাকালীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার দু’মাস পরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দীপনারায়ণ ভট্টাচার্য। শনিবার রাতে নেতাজিনগর থানা এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, ভয় দেখিয়ে টাকা আদায়-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
নির্যাতিতা লিখিত অভিযোগে পুলিশকে জানিয়েছেন, ঘটনার সূত্রপাত মার্চ মাসে। দীপনারায়ণের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল সমাজমাধ্যমে। সেই সূত্রে অভিযুক্ত যুবক তার সঙ্গে দেখা করার জন্য বার বার তরুণীকে জোর করতে থাকে। শেষে মার্চ মাসে এক দিন তরুণী প্রিন্সেপ ঘাটে দীপনারায়ণের সঙ্গে দেখা করেন। এর পরে দু’জনে নৌকায় উঠে গঙ্গাবিহারে বেরোন। তরুণীর অভিযোগ, ভ্রমণ চলাকালীনই তাঁকে নৌকার ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে দীপনারায়ণ। তাঁদের দু’জনের একাধিক ছবিও তুলে রেখেছিল সে। তরুণী ঘটনাটি কাউকে জানালে সেই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। শুধু তা-ই নয়, তরুণীর আরও অভিযোগ, পরে সেই ছবি দেখিয়ে তাঁর কাছ থেকে দীপনারায়ণ টাকাও আদায় করে।
জুলাই মাসে প্রথমে নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। পরে পাটুলি মহিলা থানাতেও সব জানান। তার ভিত্তিতে তদন্তে নেমে দীপনারায়ণকে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল ওই যুবক। একাধিক বার সে ভিন্ রাজ্যেও যায়। সম্প্রতি তদন্তকারীরা খবর পান, শহরে ফিরেছে দীপনারায়ণ।
রবিবার ধৃতকে আলিপুর আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে পেশ করা হয়। সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, ‘‘ধর্ষণের পরে টাকা চেয়ে নির্যাতিতাকে বার বারহুমকি দিচ্ছিল অভিযুক্ত। কয়েকবার সে ওই যুবতীর কাছ থেকেটাকাও নিয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজন আছে।’’ সওয়াল শেষে বিচারক দীপনারায়ণকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)