ভিআইপি রোডের কেষ্টপুর এলাকায় শনিবার দুপুরে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল চালকের। মৃতের নাম অমিত মান্না (৪১)। পুলিশ সূত্রের খবর, অমিত খাবার সরবরাহের কাজ করতেন।
এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। অমিত সেই সময়ে সাইকেল চালিয়ে ভিআইপি রোড ধরে বাগুইআটির দিক থেকে কেষ্টপুর অভিমুখে যাচ্ছিলেন। রাস্তার বাঁ দিক ধরেই সাইকেল চালাচ্ছিলেন তিনি। কেষ্টপুরের আগে বাসের জন্য রাস্তার বাঁ দিকে আলাদা জায়গা নির্দিষ্ট করে দিয়েছে পুলিশের ট্র্যাফিক বিভাগ। তা সত্ত্বেও উল্টোডাঙামুখী একটি বেসরকারি বাস সেই জায়গায় না ঢুকে রাস্তার ডান দিক বরাবর গিয়ে আচমকা বাঁ দিকে ঘুরে সজোরে সাইকেলে ধাক্কা মারে। বেপরোয়া বাসটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রের দাবি। বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মী এবং আধিকারিকেরা।
অমিতকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কিছু ক্ষণ পরে মৃত্যু হয় তাঁর। পুলিশ জানতে পেরেছে, অমিতের বাড়ি পূর্ব মেদিনীপুরের রামনগরে। কর্মসূত্রে কৈখালিতে এক আত্মীয়ের সঙ্গে থাকতেন। এ দিনও তিনি খাবার সরবরাহের কাজে বেরিয়েছিলেন বলে অনুমান। পুলিশ বাসটি আটক করলেও চালক ও কন্ডাক্টর পলাতক। তাঁদের খোঁজ চলছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পথ-নিরাপত্তা নিয়ে পুলিশের তরফে বার বার সচেতন করা হচ্ছে। গাড়িচালকদের নিয়ে বৈঠকও হয়েছে। কেষ্টপুরে বাস স্টপের আগে বাসের জন্য আলাদা লেনও করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও চালকদের একাংশের হুঁশ ফিরছে না। পুলিশ সূত্রের খবর, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)