Advertisement
১৯ মে ২০২৪
Dengue

শহরে জ্বরে মৃত্যু ফের

যদিও কলকাতা পুরসভা এটিকে ডেঙ্গি মৃত্যু হিসাবে মানতে নারাজ। পুর কর্তৃপক্ষের দাবি, এন এস ওয়ান পদ্ধতিতে ডেঙ্গি পরীক্ষা স্বীকৃত নয়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৬:১৮
Share: Save:

ফের শহরে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে ডেঙ্গি। সেই সঙ্গে লেখা রয়েছে মৃত ব্যাক্তির এন এস ওয়ান পরীক্ষার ফলাফল ছিল পজিটিভ।

স্থানীয় সূত্রের খবর, নাকতলা এলাকার বিদ্যাসাগর কলোনির বাসিন্দা শিবশঙ্কর ঝা (৬০) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বৃহস্পতিবার। শিবশঙ্করবাবুর পরিবার সূত্রের খবর, জ্বর হওয়ায় মঙ্গলবার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শিবশঙ্করবাবুকে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

যদিও কলকাতা পুরসভা এটিকে ডেঙ্গি মৃত্যু হিসাবে মানতে নারাজ। পুর কর্তৃপক্ষের দাবি, এন এস ওয়ান পদ্ধতিতে ডেঙ্গি পরীক্ষা স্বীকৃত নয়। তাই ওই প্রৌঢ়ের মৃত্যু আদৌ ডেঙ্গিতে হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি এক পুর স্বাস্থ্য আধিকারিক জানান, তাঁদের কাছে রিপোর্ট আসতে শুক্রবার দুপুর হয়ে যাবে। তা না দেখে কিছু বলা যাবে না।

কিছু দিন আগেই কসবার কেআইটি আবাসনের বাসিন্দা সিদ্ধার্থ ঘোষ (৫৩) এবং তাঁর ছেলে দীপ ঘোষের (১৩) ডেঙ্গিতে মৃত্যু হয় পার্ক সার্কাস এবং বাইপাসের দু’টি বেসরকারি হাসপাতালে। এ বছর কলকাতায় সে দু’টিই প্রথম ডেঙ্গি মৃত্যু ছিল। তখনও মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ মৃত্যুর কারণ ডেঙ্গি মানতে অস্বীকার করেন। তাঁর দাবি ছিল, ছেলেটি ছোট থেকেই মৃগী রোগী। আর ছেলের অসুস্থতার কারণে হৃদরোগী সিদ্ধার্থবাবু মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। হতে পারে সেই কারণেই মৃত্যু হয়েছে।

শহরে পরপর জ্বরে মৃত্যুতে আতঙ্ক ছড়াচ্ছে। যদিও মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ডেঙ্গি বা অন্য কোনও জ্বর নিয়েই শহরে আতঙ্কের কোনও কারণ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fever Dengue Naktala নাকতলা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE