Advertisement
E-Paper

পাভলভের ক্যান্টিনে এখন সেলিব্রিটি পম্পা

লড়াই শুধু পম্পার একার ছিল না। ছিল গোটা হাসপাতালের। আর সেটা দেখেই উদ্বুদ্ধ রাজ্যের স্বাস্থ্য দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ১৯:২৬
পম্পা গুহ।—ফাইল চিত্র।

পম্পা গুহ।—ফাইল চিত্র।

অনেকেই পম্পাকে দেখতে আসছেন আজকাল। সেই পম্পা, যিনি জীবনের এক বাঁকে এসে হারিয়ে ফেলেছিলেন মেয়েকে। অন্য বাঁকে পৌঁছে তাকে ফের ফিরে পেয়েছেন। এই কাহিনির পিছনে ছিল বিস্তর লড়াই। এখন রীতিমতো সেলিব্রিটি চরিত্র তিনি! লড়াইজীর্ণ সেই মা-কে সকলে দেখতে আসছেন। পাভলভের ক্যান্টিনে।

লড়াই শুধু পম্পার একার ছিল না। ছিল গোটা হাসপাতালের। আর সেটা দেখেই উদ্বুদ্ধ রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যের বিভিন্ন মানসিক হাসপাতালে সুস্থ হয়ে ওঠা রোগীদের যাতে পম্পার মতো মূল স্রোতে ফেরানো যায়, সে ব্যাপারে তারা উদ্যোগী হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, পাশে হাসপাতাল, কোলে ফিরল মেয়ে

ব্যারাকপুরের বাসিন্দা পম্পা গুহ। পাভলভ মানসিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, মা ‘পাগল’ বলে মেয়েকে বাড়ি থেকে হোমে পাঠানোর ব্যবস্থা করেন তাঁর স্বামী। যদিও মুম্বইবাসী স্বামীর সঙ্গে সেই অর্থে কোনও যোগাযোগ ছিল না পম্পাদের। এর পর পম্পা সুস্থ হয়ে মেয়েকে নিজের কাছে ফেরানোর চেষ্টা করেন। সেই উদ্যোগে সব রকম ভাবে ঝাঁপিয়ে পড়ে গোটা হাসপাতাল। শেষে সাফল্য মেলে। মায়ের কাছে ফিরতে পারে মেয়ে।

লড়াই এখন শেষ হয়নি পম্পার। একা মা কী ভাবে বড় করে তুলবেন মেয়েকে? একটি স্বেচ্ছাসেবী সংস্থা পাভলভের ক্যান্টিনে পম্পাকে কাজ দিয়েছে। কিন্তু, তাতে কি সবটা মিটবে? পম্পার লড়াইয়ের কথা প্রকাশ্যে আসার পরে ব্যক্তিগত ভাবে অনেকেই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আগ্রহী। যাঁরা দেখা করতে আসছেন ক্যান্টিনে, তাঁদের অনেকেই পম্পাকে সে কথা জানিয়েছেন।

Child Welfare Committee Pavlov Mental Hospital Pampa Guha পম্পা গুহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy