বর্ষায় সুন্দরবনের মানুষ সঙ্কটের মুখে।— এ আশঙ্কা জানিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পিবি সেলিম রিপোর্ট দিলেন রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরে। ‘ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান ২০১৫’ নামে ওই রিপোের্ট বলা হয়, হঠাৎ সাইক্লোন বা বন্যা হলে নামখানা, সাগর, গোসাবা, কুলতলি-সহ সুন্দরবনে ‘বন্যাপ্রবণ’ ৮টি ব্লকের ৯ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। রিপোর্টে আরও বলা হয়েছে, এই জেলার ২৩টি আশ্রয় শিবিরের মধ্যে ৮টিই বর্তমানে বেহাল।