ম্যাজিকের মতো হাওয়ায় উবে গিয়েছে জলপাই রঙের ট্রলি ব্যাগটি। ভিতরে ছিল কিছু জামাকাপড়। ছিল কিছু জরুরি কাগজপত্রও।
গত ৩১ মার্চ সন্ধ্যায় বারাণসী থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানে ওঠার আগে নিজের ব্যাগটি বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে জমা দিয়েছিলেন অংশুল আগরওয়াল। কিন্তু কলকাতায় পৌঁছে সেই ব্যাগ আর হাতে পাননি। এর পরে কেটে গিয়েছে ন’দিন। কিন্তু হদিস নেই ব্যাগের!
অংশুলের কথায়, ‘‘প্রায় একশো বার ফোন করেছি। শেষ ফোন করেছি গত শনিবার। কলকাতা বিমানবন্দরে ওই উড়ান সংস্থার কর্মী জানিয়েছেন, তাঁরা চেষ্টা করছেন। প্রতিটি লাগেজের সঙ্গে ট্যাগে কম্পিউটারাইজড নম্বর থাকে। তাকে খুঁজে পেতে এত সময় কেন লাগবে?’’