স্বাধীনতা দিবসের আগে কলকাতা বিমানবন্দরের সুরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেওয়া হল।
এ বার থেকে বিমান ছাড়ার তিন ঘণ্টা আগে যাত্রীদের চেক-ইন করতে হবে বিমানবন্দরে। গত কাল, শুক্রবার থেকে আগামী ২০ অগস্ট পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে তিন ঘণ্টা হলেও অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে দু’ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে।
শুক্রবার একটি নির্দেশিকা জারি করে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)-র তরফে জানানো হয়েছে, বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে বিশেষ সিকিউরিটি চেক করাতে হবে। সে কারণেই এই নিয়ম চালু করা হয়েছে।