Advertisement
২০ এপ্রিল ২০২৪
Calcutta News

উড়ান ধরতে এ বার তিন ঘণ্টা আগেই পৌঁছতে হবে কলকাতা বিমানবন্দরে

এ বার থেকে বিমান ছাড়ার তিন ঘণ্টা আগে যাত্রীদের চেক-ইন করতে হবে বিমানবন্দরে। গত কাল, শুক্রবার থেকে আগামী ২০ অগস্ট পর্যন্ত এই নিয়ম চালু থাকবে।

বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে বিশেষ সিকিউরিটি চেক করাতে হবে। —ফাইল চিত্র।

বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে বিশেষ সিকিউরিটি চেক করাতে হবে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ১৩:২৮
Share: Save:

স্বাধীনতা দিবসের আগে কলকাতা বিমানবন্দরের সুরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেওয়া হল।

এ বার থেকে বিমান ছাড়ার তিন ঘণ্টা আগে যাত্রীদের চেক-ইন করতে হবে বিমানবন্দরে। গত কাল, শুক্রবার থেকে আগামী ২০ অগস্ট পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে তিন ঘণ্টা হলেও অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে দু’ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে।

শুক্রবার একটি নির্দেশিকা জারি করে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)-র তরফে জানানো হয়েছে, বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে বিশেষ সিকিউরিটি চেক করাতে হবে। সে কারণেই এই নিয়ম চালু করা হয়েছে।

আরও পড়ুন
‘মুসলিমকে ভাড়া দিই না!’ শহরে বাসা খুঁজছেন যাদবপুরের ছাত্রী

গত বুধবার বিমানবন্দরে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সে দিন ওই ঘটনার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। যদিও তল্লাশির পর ওই ব্যাগের ভিতর থেকে বিপজ্জনক কোনও কিছু মেলেনি।

আরও পড়ুন
দোকান থেকে কেনা পিৎজ়া গরম করতেই মিলল পোকা​

এর পর থেকেই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে অ্যালার্ট জারি করা হয়। বিমানে করে কলকাতায় আসা যাত্রীদের ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ-সহ সিআইএসএফকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE