Advertisement
০৭ মে ২০২৪

হকারদের দখলে ফুটপাথ, পথচারী রাস্তায়

দীর্ঘ দিন ধরে হকারদের দখলে ফুটপাথ। ফলে পথচারীরা ফুটপাথ ব্যবহার করতে পারছেন না। ব্যস্ত রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডের দিয়েই বিপজ্জনক ভাবে হাঁটাচলা করতে হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুটপাথ নিয়ে এমনই অভিযোগ পথচারীদের।

দখল হওয়া একটি ফুটপাথ। — শশাঙ্ক মণ্ডল

দখল হওয়া একটি ফুটপাথ। — শশাঙ্ক মণ্ডল

দেবাশিস দাস
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ০২:০০
Share: Save:

দীর্ঘ দিন ধরে হকারদের দখলে ফুটপাথ। ফলে পথচারীরা ফুটপাথ ব্যবহার করতে পারছেন না। ব্যস্ত রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডের দিয়েই বিপজ্জনক ভাবে হাঁটাচলা করতে হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুটপাথ নিয়ে এমনই অভিযোগ পথচারীদের।

পথচারীদের দাবি, এইট-বি বাসস্ট্যান্ড সংলগ্ন সেন্ট্রাল রোড বা রাম ঠাকুর সরণিতে একই সমস্যা ছিল। কিন্তু সেখান থেকে হকার সরিয়ে রাস্তা চওড়া করায় সমস্যা মিটেছে। সেই কাজ করেছে কলকাতা পুরসভা। অথচ এই ফুটপাথের দখলদারি নিয়ে কোনও ভ্রূক্ষেপ নেই প্রশাসনের। বাসিন্দা সুমিত সরকার বলেন, ‘‘অবস্থা এমনই যে হকারদের ভিড়ে বিশ্ববিদ্যালয়েরর প্রবেশদ্বার খুঁজে পাওয়া কষ্টসাধ্য। ফুটপাথে হকাররা পসরা সাজিয়ে বসার পরে যে জায়গা থাকে তাতে দু’জন পথচারী পাশাপাশি হাঁটতে পারেন না।’’

এই এলাকায় একটি উচ্চমাধ্যমিক স্কুল, একাধিক সরকারি, বেসরকারি অফিস এবং একটি বাসস্ট্যান্ডও রয়েছে। যাদবপুর স্টেশনে যাওয়ার জন্যও এই রাস্তাটিই ব্যবহার করেন পথচারীরা। পুলিশ সূত্রে খবর, এলাকাটি দুর্ঘটনাপ্রবণও। ট্রাফিক কর্তাদের বক্তব্য, তাঁদের কাজ যান শাসন করা। হকার সরাতে তাঁরা কিছু করতে পারেন না।

পুলিশ সূত্রে খবর, হকার নিয়ন্ত্রণের বিষয়টি পুরসভার আওতাধীন। রাস্তা থেকে হকার সরানোর কারণে আইন-শৃঙ্খলার অবনতি হলে তখন পুলিশ হস্তক্ষেপ করতে পারে। মেয়র

পারিষদ (জঞ্জাল) দেবব্রত মজুমদার বলেন, ‘‘ওই ফুটপাথে হকার নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pedestrian Peddler
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE