Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ধর্মীয় মিছিলে কার্যত অবরুদ্ধ কলকাতা

একটি ধর্মীয় সম্প্রদায়ের মিছিলকে কেন্দ্র করে সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনেই তীব্র যানজটে নাকাল হল কলকাতা। একটি শোভাযাত্রা বার হওয়ার জেরে এ দিন যে যানজটের সৃষ্টি হয় তা সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। যানজটে আটকে বাসে, গাড়িতে বসে গরমে হাঁসফাঁস করলেন কাজে বের হওয়া যাত্রীরা। হাওড়ায় ট্রেন ধরতে যাওয়া যাত্রীরাও নাকাল হলেন।

মিছিলের জেরে স্তব্ধ শহর। ছবি: সুদীপ্ত ভৌমিক।

মিছিলের জেরে স্তব্ধ শহর। ছবি: সুদীপ্ত ভৌমিক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ১৬:১১
Share: Save:

একটি ধর্মীয় সম্প্রদায়ের মিছিলকে কেন্দ্র করে সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনেই তীব্র যানজটে নাকাল হল কলকাতা।

একটি শোভাযাত্রা বার হওয়ার জেরে এ দিন যে যানজটের সৃষ্টি হয় তা সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। যানজটে আটকে বাসে, গাড়িতে বসে গরমে হাঁসফাঁস করলেন কাজে বের হওয়া যাত্রীরা। হাওড়ায় ট্রেন ধরতে যাওয়া যাত্রীরাও নাকাল হলেন।

পুলিশ জানায়, শোভাযাত্রার জেরে সোমবার দুপুরে কয়েক ঘণ্টার জন্য মহাত্মা গাঁধী রোড, ব্রাবোর্ন রোড, রবীন্দ্র সরণি, বেন্টিঙ্ক স্ট্রিট, জওহরলাল নেহরু রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লেনিন সরণি, এস এন ব্যনার্জি রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, লালবাজার-সহ বিস্তীর্ণ এলাকা কার্যত রুদ্ধ হয়ে যায়। ট্রাফিক ব্যবস্থা থমকে পড়ে। রাস্তায় আটকে থাকে অসংখ্য বাস, মিনিবাস, ট্রাম, ট্যাক্সি সমেত বেসরকারি গাড়ি।

লালবাজার সূত্রের খবর, রাস্তা জুড়ে জৈন সম্পদায়ের ওই শোভাযাত্রার ফলে প্রথমে এমজি রোড এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে উত্তরমুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেলা ১টার পরে ওই মিছিল আসতে শুরু করলে বন্ধ হয়ে যায় এসএন ব্যানার্জি রোড, লেনিন সরণি, জওহরলাল নেহরু রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, নির্মলচন্দ্র দে স্ট্রিট, এসপ্ল্যানেড ইস্ট, গণেশ অ্যাভিনিউ, স্ট্র্যান্ড রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা।

রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশের একাংশের দাবি, রাজনৈতিক মিছিলের চেয়ে ধর্মীয় সম্প্রদায়ের শোভাযাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন। রাজনৈতিক মিছিলে অংশগ্রহণকারীরা সাধারণত গন্তব্যের দিকে জোরে হেঁটে চলেন। কিন্তু ধর্মীয় শোভাযাত্রা গন্তব্যে পৌঁছতে তুলনায় অনেক বেশি সময় নেয়। রাস্তার মাঝখানে বার বার থেমেও যায় তা। এ দিনও তেমনই হয়েছে। লালবাজারের এক কর্তা জানান, শোভাযাত্রা কলাকার স্ট্রিট থেকে মহত্মা গাঁধী রোড হয়ে বেন্টিঙ্ক স্ট্রিট ধরে ধর্মতলা যাওয়ার পথে আটকে যায় চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট-সহ হাওড়া ও ধর্মতলামুখী উত্তর এবং মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও।

লালবাজারের এক কর্তা জানান, ট্রাফিক ব্যবস্থা লন্ডভণ্ড করে ওই শোভাযাত্রা যখন বড়বাজার থেকে ধর্মতলায় সমাবেশস্থলে পৌঁছয়, তত ক্ষণে মহানগরীর একটা বড় অংশ অবরুদ্ধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

traffic jam lalbazar rally police dharmatala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE