Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বুধবার বিকেলে জল বন্ধ থাকবে দক্ষিণ কলকাতায়

বুধবার বিকেলে জল বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায়। পৌরসভা সূত্রে খবর, গার্ডেনরিচ এলাকার জলের পাইপ লাইনে একটি বড়সড় ফাটল দেখা দিয়েছে। তার জেরে সকাল থেকেই জলকষ্টে ভুগেছে দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৫ ১৫:১০
Share: Save:

বুধবার বিকেলে জল বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায়।

পৌরসভা সূত্রে খবর, গার্ডেনরিচ এলাকার জলের পাইপ লাইনে একটি বড়সড় ফাটল দেখা দিয়েছে। তার জেরে সকাল থেকেই জলকষ্টে ভুগেছে দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকা। আলিপুর, টালিগঞ্জ, খিদিরপুর, ভবানীপুরের মতো এলাকায় সকাল থেকেই জলের সমস্যা দেখা দিয়েছে।

ফাটল মেরামতির জন্য কাজ শুরু করে দিলেও দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। একটানা বৃষ্টির কারণে দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় জল জমে আছে। জমা জলের মধ্যে পাইপ লাইন মেরামতির কাজ করা সম্ভব নয় বলে প্রথমে জল নিকাশের ব্যবস্থা করা হয়েছে।

পৌরসভা জানিয়েছে, এ কারণে বুধবার বিকেলে বেহালা, মহেশতলা, বজবজ, কালীঘাট, রানিকুঠি, বাঁশদ্রোণী, দাসপাড়া, গড়ফার মতো এলাকায় জল সরবরাহে বিঘ্ন ঘটবে। যত দ্রুত সম্ভব, সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছে কলকাতা পৌরসভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

water south kolkata kalighat behala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE