Advertisement
E-Paper

সাধু সেজে প্রতারণা

টিভিতে বিজ্ঞাপন দেখে হাতে যেন চাঁদ পেয়েছিলেন রীতা চন্দ। পারিবারিক অশান্তির জেরে ভেঙে পড়েছিলেন তিনি। স্বামী বলাগড়ে থাকলেও কিছু দিন ধরে রীতাদেবী থাকছিলেন তাঁর বাপের বাড়ি বাগমারিতে। বিজ্ঞাপন দেখেই ছুটে যান সমীর দাসের কাছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০১:৫০

টিভিতে বিজ্ঞাপন দেখে হাতে যেন চাঁদ পেয়েছিলেন রীতা চন্দ। পারিবারিক অশান্তির জেরে ভেঙে পড়েছিলেন তিনি। স্বামী বলাগড়ে থাকলেও কিছু দিন ধরে রীতাদেবী থাকছিলেন তাঁর বাপের বাড়ি বাগমারিতে। বিজ্ঞাপন দেখেই ছুটে যান সমীর দাসের কাছে। অভয় দিয়েছিলেন তিনি, ‘‘চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি।’’

কে এই সমীর দাস? বিজ্ঞাপনেই বা কী ছিল? যে কোনও রকম সমস্যার সমাধানে পারদর্শী, মারণ-উচাটন কিংবা বশীকরণে সিদ্ধহস্ত প্রখ্যাত সাধু ৩৯বি, বেলতলা রোডের বাসিন্দা সমীর দাসকে নিয়েই ছিল সেই বিজ্ঞাপন।

পুলিশ জানায়, রীতাদেবীর থেকে প্রথমেই সমীরবাবু নিয়ে নেন দু’হাজার টাকা। এর কিছু দিনের মধ্যে রীতাদেবীর মা অসুস্থ হয়ে পড়লে আরও দশ হাজার টাকা। এ ভাবে কয়েক খেপে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা নেন ওই সাধু। আর ক্রমাগত অভয় দিতে থাকেন, ‘‘হয়ে এসেছে। কাজ না হলে টাকা ফেরত পাবেন।’’

এর মাঝখানেই রীতাদেবীকে নিয়ে সমীরবাবু কামাখ্যা, তারাপীঠ থেকেও ঘুরে আসেন। পুজোও দেন। পুরোটাই অবশ্য রীতাদেবীর খরচে।

এত কিছুর পরেও সমস্যা না মেটায় মুষড়ে পড়েন রীতাদেবী। আরও টাকা লাগবে, সাফ জানিয়ে দেন সাধুবাবা সমীর দাস। বাধ্য হয়ে রীতাদেবী তাঁর পাঁচ বছরের মেয়ের সোনার হার আর চুড়ি খুলে দিয়ে আসেন। কিন্তু সময় কাটতে থাকে, সুফল পান না রীতাদেবী। অবশেষে গত সপ্তাহে ফোনে যোগাযোগ করেন সমীরবাবুর সঙ্গে। তিনি তখন বলেন, ‘‘এ সব ব্যাপারে ধৈর্য হারালে চলে না।’’

আর ধৈর্য রাখতে না পেরে টাকা ফেরত চান রীতাদেবী। আর তখনই সাধু সমীর দাস এবং তাঁর দুই সঙ্গী রীতাদেবীর প্রতি অশালীন মন্তব্য করেন এবং প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ। এই মর্মেই শুক্রবার বালিগঞ্জ থানায় সমীর দাসের নামে অভিযোগ দায়ের করেন রীতাদেবী।

জালিয়াতির মামলায় সমীর দাস ও তাঁর দুই সঙ্গী গ্রেফতার হয়েছেন।

fake saint fraud case samir das ballyganj police station fake astrologer black magic ballygunj black magician
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy