চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বিক্রি করছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল বুধবার। দ্রুত শুনানির আবেদন করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
মামলাকারীর অভিযোগ, আলিপুর চি়ড়িয়াখানার জমি অবৈধ ভাবে বিক্রি করতে চাইছে রাজ্য। আগেই এই অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলিপুর চিড়িয়াখানার পাশে একটি অ্যাকোয়ারিয়াম, অডিটোরিয়াম, একটি পশু হাসপাতাল, নার্সারি এবং একটি স্টাফ কোয়ার্টার রয়েছে। অডিটোরিয়াম এবং স্টাফ কোয়ার্টারের অবস্থা ভাল নয়। সেই জমিই একটি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দিয়েছে রাজ্য।
মামলাকারীর বক্তব্য, সুপ্রিম কোর্ট আগে এ ব্যাপারে নির্দেশিকা দিয়েছিল। তা অমান্য করে কী ভাবে জমি বিক্রি করা হচ্ছে? টেন্ডারও ডাকা হয়েছে। তাই দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে।