কলকাতায় বসে ভগ্নস্তূপ দেখতে চান? আপাতত সেরা ডেস্টিনেশন মহাকরণ। কারণ সেখানেই চলছে পুনর্গঠনের কাজ। কালে কালে বেড়েছে মহাকরণের অবয়ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, নির্বিচার সংযোজনে নষ্ট হয়েছে ঐতিহ্যের মাহাত্ম্য। তাঁর নির্দেশে তাই মহাকরণের প্রাক-স্বাধীনতার আদল ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। তবে এতে রাজ্য সরকারের কোনও খরচ নেই। বরং যাঁরা ভাঙার বরাত নিয়েছেন, তাঁরাই সরকারকে টাকা দেবেন। প্রথম পর্যায়ের ভাঙাভাঙিতে পাওয়া যাচ্ছে প্রায় ৪৬ লক্ষ টাকা। অশোক সেনগুপ্তর তোলা ভাঙাভাঙির সেই সব ছবি দেখুন গ্যালারির পাতায়। আজ শেষ পর্ব।