নিউ টাউনকে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে এ বার নতুন তৈরি হওয়া বাড়িগুলির ক্ষেত্রে পরিকল্পনামাফিক বৃক্ষরোপণের চিন্তাভাবনা করছে ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ)। গাছ লাগানোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হতে পারে নির্মাণের নকশাতেও (বিল্ডিং প্ল্যান)।
নিউ টাউনে গত কয়েক বছর ধরেই সবুজায়নে জোর দেওয়া হচ্ছে। আমপানে কয়েকশো গাছ নষ্ট হয়েছিল সেখানে। যদিও এর মধ্যে কিছু গাছকে প্রতিস্থাপনের মাধ্যমে বাঁচানো সম্ভব হয়েছে। ওই ঘূর্ণিঝড়ের পর থেকে সবুজায়নে আরও জোর দেওয়া হচ্ছে। বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও এই উদ্যোগে শামিল হয়েছে।
নিউ টাউনের বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, তাঁরাও বাড়িতে গাছ লাগিয়েছেন। কিন্তু তা কোনও পরিকল্পনা অনুযায়ী লাগানো হয়নি। যার জেরে নানা সমস্যা দেখা দিয়েছে। যেমন, দোতলা তোলার সময়ে অনেক বাড়িতেই গাছের জন্য সমস্যা হয়েছে। সে সব ক্ষেত্রে কিছু গাছ কেটে ফেলতে হয়েছে। কখনও আবার বাড়ির কোনও কাজ করানোর সময়ে বাধা পড়ায় কাটতে হয়েছে গাছ। এ ছাড়া, গাছ নিয়ে পড়শিদের মধ্যে বিবাদ তো লেগেই থাকে। আমপানের পরে দেখা যায়, এক বাড়ির গাছ অন্য বাড়িতে পড়ে সেই বাড়িকে ক্ষতিগ্রস্ত করেছে।