কলকাতায় দেশের সামরিক নেতৃত্বের সর্বোচ্চ স্তরের সম্মেলন ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকাল সাড়ে ৯টায় বিজয় দুর্গে (সাবেক ফোর্ট উইলিয়াম) তিন দিনের এই কনফারেন্সের উদ্বোধন করেছেন মোদী। আগামী ১৭ তারিখ পর্যন্ত এই সম্মেলন চলবে। থাকবেন ভারতের তিন সশস্ত্রবাহিনীর প্রধান, সেনার উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ কর্তারা।
রবিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ মোদী কলকাতা পৌঁছোন। কলকাতা বিমানবন্দরে নেমে সোজা রওনা দেন রাজভবনে। সকালে সেখান থেকেই যোগ দেন সম্মেলনে। সূত্রের খবর, সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজভবন থেকে বেরোন প্রধানমন্ত্রী। সাড়ে ৯টায় ঢোকেন বিজয় দুর্গে। সেখানে যৌথ সেনাপতি সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা মোদী বিজয় দুর্গেই ছিলেন। এ ছাড়াও ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর সর্বাধিনায়ক (সিডিএস) অনিল চৌহান, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা সচিব-সহ আরও বেশ কয়েকটি মন্ত্রকের সচিবেরা। এ বারের সম্মেলনের বিষয়বস্তু ভারতের সশস্ত্রবাহিনীর সংস্কার, রূপান্তর এবং পরিবর্তন। আগামী তিন দিন ধরে সেখানে ভারতীয় সেনার লক্ষ্য এবং কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:
দুপুর ১টায় বিজয় দুর্গ থেকে বেরিয়েছেন মোদী। সেখান থেকে রওনা দিয়েছেন রেসকোর্সের উদ্দেশে। রেসকোর্সে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেই হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। তার পর বাংলা ছেড়ে রওনা দেবেন পরবর্তী গন্তব্য বিহারের উদ্দেশে।