অভিযুক্তদের আইনজীবীদের হাতে চার্জশিটের প্রতিলিপি তুলে না দেওয়ায় বিচারকের প্রশ্নের মুখে পড়লেন মামলার তদন্তকারী অফিসার ও বিশেষ সরকারি আইনজীবী।দক্ষিণ কলকাতা আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের মামলায় অন্যতম অভিযুক্ত নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানিতে বৃহস্পতিবার তদন্ত প্রক্রিয়া নিয়ে আলিপুরের জেলা বিচারকের প্রশ্নের মুখে পড়েন তদন্তকারী অফিসার ও বিশেষ সরকারি আইনজীবী।
এ দিন অভিযুক্ত নিরাপত্তারক্ষীর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য আদালতে বলেন, ‘‘আমার মক্কেল ওই ঘটনায় জড়িত নন। এই মামলায় চার জন অভিযুক্ত রয়েছেন। মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জইব আহমেদ মূল অভিযুক্ত। কিন্তু নিরাপত্তারক্ষী ঘটনায় জড়িত নন। ২৪ অগস্ট অতিরিক্ত বিচার বিভাগীয় বিচারকের আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। কিন্তু আমার মক্কেলের বিরুদ্ধে কোন কোন ধারা প্রয়োগ করা হয়েছে, তা জানা যায়নি। কারণ,অভিযুক্তদের আইনজীবীদের ওই চার্জশিটের কোনও প্রতিলিপি দেওয়া হয়নি।’’
এর পরেই বিচারক শুভ্রদীপ মিত্র বিশেষ সরকারি আইনজীবী এবং মামলার তদন্তকারী অফিসারকে বলেন, ‘‘অভিযুক্তের আইনজীবীর হাতে যদি চার্জশিট না থাকে, তা হলে জামিনের আবেদনের শুনানি কী ভাবে হবে? দ্রুত অভিযুক্তদের আইনজীবীদের চার্জশিটের প্রতিলিপি বিলি করার ব্যবস্থা করুন। আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী চার্জশিট জমা দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের আইনজীবীদের সেটির প্রতিলিপি দেওয়ার নিয়ম রয়েছে।’’
এর পরে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘‘৪ সেপ্টেম্বর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে এই মামলার শুনানি রয়েছে। ওই দিন অভিযুক্তদের আইনজীবীদের হাতে চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হবে।’’ পিনাকী বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদনের পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর হবে বলে জানিয়েছেন জেলা বিচারক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)