বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে একাধিক বার সহবাস করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বড়তলা থানার পুলিশ। অভিযোগ, তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন অভিযুক্ত। ধৃতের নাম অয়ন পাল। তাঁর বাড়িআমহার্স্ট স্ট্রিটে। অয়ন চাকরি করেন। রবিবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালত ধৃতকে এক দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
আদালত সূত্রের খবর, ২০২০ সালের ডিসেম্বরে অয়নের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এর পর থেকে দু’জনে মেলামেশা শুরু করেন। অভিযোগ, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে একাধিক বার সহবাস করেন অয়ন। চলতি বছরে নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অয়নকে তিনি বিয়ে করার কথা বলেন। কিন্তু, অয়ন তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ। এর পরেই পুলিশের কাছে অভিযোগ জানান তরুণী।
মামলার সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী বলেন, ‘‘নির্যাতিতা তরুণী অয়নের বাড়িতে বিয়ের কথা বলতে গেলে তাঁকে একটি ঘরে আটকে গর্ভপাত করিয়ে নেওয়ার কথা বলেন অয়ন এবং তাঁর বাবা-মা। নির্যাতিতা গোপন জবানবন্দি দিয়েছেন। তাঁর মেডিকো-লিগ্যাল পরীক্ষা হয়েছে। তিনি ছ’মাসের অন্তঃসত্ত্বা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)