বেহালায় নিহত গৃহবধূ সুস্মিতা মণ্ডলের মোবাইল উদ্ধার করল পুলিশ। আটক করা হয়েছে ধৃত দুই ভাই সঞ্জয় দাস ও সন্দীপ দাসের বাইক ও হেলমেট। খুনের সময় অভিযুক্তদের সঙ্গে থাকা ব্যাগও আটক করেছে পুলিশ।
লালবাজার সূত্রে খবর, ধৃতদের জেরা করে পর্ণশ্রীর আবাসনের কাছেই সুস্মিতার মোবাইল উদ্ধার করে পুলিশ। প্রথমে অভিযুক্তরা মোবাইলটি সঙ্গে করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও পরে ফোনের সূত্র ধরে ধরা পড়ে যাওয়ার ভয়ে মোবাইলটি ফেলে রেখে যায় বলেই পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের বাইক, হেলমেট ও ব্যাগ পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে। সেগুলিতে রক্তের দাগ রয়েছে কি না তা পরীক্ষা করে দেখা হবে বলেই পুলিশ সূত্রে খবর।