ব্যস্ত রাস্তার মোড়ে বার বার বিপজ্জনক ভাবে সাইকেল নিয়ে পারাপার করছে এক কিশোর। কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মীর চোখে পড়ে যায় দৃশ্যটি। বছর বারোর ওই কিশোরকে ডেকে রাস্তার এক পাশে নিয়ে আসেন তিনি। তার সঙ্গে কথা বলেই বুঝতে পারেন, সাইকেল চালাতে চালাতে পথ হারিয়ে ফেলেছে সে। আর বাড়ির রাস্তা চিনতে পারছে না, এমনকী কোথায় বাড়ি তা-ও বলতে পারছে না।
শুক্রবার বিকেলে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের হোমগার্ড সুরজিৎ রায় চিংড়িঘাটা মোড়ে ওই কিশোরকে উদ্ধারের পরে শুধু কথা বলেই দায় এ়ড়িয়ে যাননি। সুভাষ সিংহরায় নামে ওই কিশোরকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছন বেলেঘাটা ট্র্যাফিক গার্ডে। পুলিশ জানিয়েছে, ওই ট্র্যাফিক গার্ডের ওসি এবং অফিসারদের পাশাপাশি বেলেঘাটা থানার তৎপরতায় নিখোঁজ হওয়ার এক দিনের মধ্যেই শনিবার নিজের বাড়িতে ফিরে গিয়েছে সুভাষ।
পুলিশ জানিয়েছে, ষষ্ঠ শ্রেণির ছাত্র সুভাষ টিটাগড় থানা এলাকার গণেশপুরের বাসিন্দা। বাবা মারা যাওয়ার পর থেকে এক নিকট আত্মীয়ের কাছে থাকে সে। শুক্রবার সকালে দিদির বাড়ি যাওয়ার জন্য বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে সে। সাইকেল চালাতে চালাতে পৌঁছে যায় চিংড়িঘাটা। কিন্তু দিদির বাড়ির রাস্তা চিনতে না পারায় সেখানেই বার বার রাস্তা পারাপার করতে থাকে।