Advertisement
E-Paper

মশা দমনে এ বার যোগ দিচ্ছে থানাও

পুলিশ বলছে, এই প্রচার ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ প্রকল্পের আওতায়। পুরসভার সহযোগিতা নিয়ে এলাকা সাফ করায় উদ্যোগী হয়েছে বিভিন্ন থানা। মঙ্গলবার স্থানীয় ক্লাবগুলিকে সঙ্গে নিয়ে গরফা থানার আধিকারিকেরা প্রচার চালিয়েছেন। সামিল হয়েছিল ছোটরাও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০৩:৩৪
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

চোর, ডাকাতের পাশাপাশি মশা দমনেও নামছে কলকাতা পুলিশ। বিগত কয়েক বছর ধরেই ডেঙ্গির প্রকোপে কাবু হচ্ছে কলকাতা। ডেঙ্গির থাবা থেকে নিস্তার মেলে না বিভিন্ন থানা ও ব্যাটালিয়নে কর্মরত পুলিশকর্মীদেরও। এ বার তাই নিজেদের কর্মস্থলে মশা নিধনে সক্রিয় হয়েছে লালবাজার। সচেতনতার প্রসারে ছড়া তৈরি করে তা সোশ্যাল নেটওয়ার্ক সাইটেও ছড়ানো হচ্ছে।

পুলিশ বলছে, এই প্রচার ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ প্রকল্পের আওতায়। পুরসভার সহযোগিতা নিয়ে এলাকা সাফ করায় উদ্যোগী হয়েছে বিভিন্ন থানা। মঙ্গলবার স্থানীয় ক্লাবগুলিকে সঙ্গে নিয়ে গরফা থানার আধিকারিকেরা প্রচার চালিয়েছেন। সামিল হয়েছিল ছোটরাও।

কলকাতা পুলিশের এক পদস্থ কর্তা জানান, দক্ষিণ শহরতলির বিভিন্ন এলাকা তুলনায় অপরিচ্ছন্ন। ফলে ডেঙ্গির প্রভাব সেখানে বেশি। তাই ওই দিকের থানা দিয়েই কাজ শুরু হয়েছে। তবে সব থানাই এ কাজে নামবে। পরিবেশকর্মীদের মতে, পরিচ্ছন্নতা বাড়লে অন্য রোগের প্রকোপও কমবে। পুরসভার পাশাপাশি সর্ব স্তরে এই সচেতনতা থাকা দরকার। এ কাজে তাই স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সক্রিয়তাও প্রয়োজন।

লালবাজার সূত্রে খবর, মশা দমনের পাশাপাশি প্লাস্টিক বিরোধী প্রচারও গ়ড়ে তোলা হচ্ছে। যত্র তত্র প্লাস্টিকের ব্যাগ ফেলায় নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে এলাকায় জল জমছে। তাতে বিভিন্ন রোগ ছড়াচ্ছে। থাকছে জলাশয় রক্ষার ভাবনাও। জনসংযোগ বাড়াতে এলাকায় নিয়মিত বৈঠকও করছেন থানার অফিসারেরা।

Mosquito Dengue Police Station Initiative
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy