যৌন নির্যাতনের একটি ঘটনার তদন্তে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের একাংশের বিরুদ্ধে। এ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই নির্যাতিতা। বুধবার মামলাটি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠেছিল। বিচারপতির নির্দেশ, আজ, বৃহস্পতিবার বেলা ১২টায় তদন্তকারী অফিসারকে কেস ডায়েরি নিয়ে কোর্টে হাজির হতে হবে। নির্যাতিতার আইনজীবী রাজদীপ মজুমদারের অভিযোগ, এই মামলার তদন্তকারী অফিসার বার বার মহিলাকে ফোন করছেন। কেন ওই অফিসার মহিলাকে বার বার ফোন করছেন, সে ব্যাপারে সরকারি কৌঁসুলিকে খোঁজ নিতে বলেছেন বিচারপতি।
আদালতের খবর, চলতি মাসে গল্ফ গ্রিন থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলায় অভিযোগকারিণীকে এক পুরুষ পুলিশ অফিসার ডাক্তারি পরীক্ষা করাতে নিয়ে যান। তিনি ওই নির্যাতিতাকে দিয়ে বয়ান লেখান। অথচ, ওই থানায় মহিলা পুলিশকর্মী ছিলেন। কিন্তু তাঁকে পাঠানো হয়নি বলে অভিযোগ করা হয়েছে। আইনজীবীদের বক্তব্য, ধর্ষণের মতো ঘটনায় অভিযোগকারিণীকে কোনও মহিলা পুলিশকর্মী নিয়ে যাবেন বলে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। মহিলার অভিযোগ অনুযায়ী, পুলিশ সেই নিয়ম মানেনি।
এ দিন আদালতে মহিলার আইনজীবীর দাবি, উপ নগরপাল পদের কোনও মহিলা অফিসারকে দিয়ে তদন্ত করানো হোক। সরকারি কৌঁসুলি আর্জি জানান, তিনি এ দিন সওয়াল করার জন্য প্রস্তুত নন। তাঁর আর্জি মঞ্জুর করে আজ, বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)