Advertisement
১১ মে ২০২৪
Mob Violence

হোলির দিনে গোষ্ঠী-সংঘর্ষ, থামাতে গিয়ে মার খেল পুলিশ

বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানা এলাকার সুরেন সরকার রোডে, বাঞ্ছারাম বাগানের কাছে। ওই গোলমালে জখম হয়েছেন দু’পক্ষের বেশ কয়েক জন।

Representative image mob violence

গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ০৭:৫১
Share: Save:

হোলির দিনে দু’দলের মধ্যে বিবাদ এবং তার জেরে ভাঙচুর। আর সেই গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।

বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানা এলাকার সুরেন সরকার রোডে, বাঞ্ছারাম বাগানের কাছে। ওই গোলমালে জখম হয়েছেন দু’পক্ষের বেশ কয়েক জন। পুলিশকে নিগ্রহ, তাদের কাজে বাধাদান, একাধিক গাড়ি এবং বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাগান থানা। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। তাদের বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে তোলা হলে পুলিশের তরফে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। পরে বিচারক ধৃতদের এক দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

ধৃতদের জেরা করে তদন্তকারীরা জেনেছেন, কিছু দিন ধরেই ওই দুই গোষ্ঠীর গোলমাল চলছিল। বুধবার তা চরমে ওঠে। পুলিশ সূত্রের খবর, সে দিন হোলির শেষে লোহার রড, কাঠের বাটাম নিয়ে এক পক্ষ ঝাঁপিয়ে পড়ে অন্য পক্ষের উপরে। চলে ইটবৃষ্টি। যার মাঝে পড়ে জখম হন কয়েক জন স্থানীয় বাসিন্দা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইক, গাড়ি এবং এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালায় অভিযুক্তেরা। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে পৌঁছয় ফুলবাগান থানার পুলিশ। অভিযোগ, পুলিশকে দেখে অভিযুক্তেরা তাদের উপরে চড়াও হয়।

লালবাজার জানিয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে খবর পেয়ে থানা থেকে বিরাট বাহিনী আসে। ঘটনাস্থল থেকেই ধরা হয় ১৩ জনকে। তবে, আক্রান্ত পুলিশকর্মীদের আঘাত গুরুতর নয়। আর দু’পক্ষের গোলমালের মাঝে পড়ে যাঁরা জখম হয়েছিলেন, তাঁদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mob Violence Kolkata Police Holi 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE