Advertisement
০১ মে ২০২৪
George Floyd

বর্ণবিদ্বেষ-বিরোধী বিক্ষোভ শহরে

এসইউসি-র পরে মঙ্গলবার প্রতিবাদ জানাতে পথে নামল সিপিএমের যুব ও ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং এসএফআই।

বর্ণবিদ্বেষ বিরোধী প্রতিবাদে বাম ছাত্র ও যুবরা। কলকাতায়। —নিজস্ব চিত্র।

বর্ণবিদ্বেষ বিরোধী প্রতিবাদে বাম ছাত্র ও যুবরা। কলকাতায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ০২:১৩
Share: Save:

পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে বর্ণবিদ্বেয-বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে আমেরিকা। তার প্রতি সংহতি জানিয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ চলছে কলকাতা শহরেও। এসইউসি-র পরে মঙ্গলবার প্রতিবাদ জানাতে পথে নামল সিপিএমের যুব ও ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং এসএফআই। মার্কিন তথ্যকেন্দ্রের দিকে যাওয়ার পথে পার্ক স্ট্রিটের কাছে চ্যাটার্জি ইন্টারন্যাশনালের সামনে প্রতিবাদী প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে এ দিন বিক্ষোভ দেখান বাম যুব ও ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকেরা।

তার আগে সোমবার আমেরিকার বর্ণবিদ্বেষ বিরোধী গণবিক্ষোভের সমর্থনে কলকাতায় রাস্তায় নেমেছিল এসইউসি। ধর্মতলায় লেনিন মূর্তির কাছে সোমবার সমাবেশ করে আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ করে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুলও পোড়ানো হয় সেখানে। সভায় বক্তৃতা করেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এবং প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল।

আরও পড়ুন: খুনই করা হয়েছে জর্জ ফ্লয়েডকে, দাবি ময়নাতদন্তের রিপোর্টে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

George Floyd US Racism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE