E-Paper

ফুটপাতের ত্রুটিতেই কি জল দাঁড়ায় নিউ টাউনে? প্রশ্ন বাসিন্দাদের

প্রবাল গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১১
নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের ফুটপাতের গায়ে এই গর্ত (চিহ্নিত) জল নামার পক্ষে যথেষ্ট নয় বলেই দাবি বাসিন্দাদের।

নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের ফুটপাতের গায়ে এই গর্ত (চিহ্নিত) জল নামার পক্ষে যথেষ্ট নয় বলেই দাবি বাসিন্দাদের। —নিজস্ব চিত্র।

সবুজ শহর নিউ টাউন। তবু অভিযোগ, একটু ভারী বৃষ্টিতেই জলদাঁড়িয়ে যায় সেখানকার অনেক ব্লকে। বিশেষত, অ্যাকশন এরিয়া-১ এর বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, বিগত কয়েক বছর ধরেজল-যন্ত্রণায় ভুগতে হচ্ছে তাঁদের। কারণ হিসাবে তাঁরা জানিয়েছেন, অনেক ব্লকের রাস্তায় ফুটপাত এমন ভাবে তৈরি করা হয়েছে যে, সেখানে বৃষ্টির জল মাটিতে প্রবেশের জায়গা বেশ অপরিসর। বৃষ্টিরজল ভূগর্ভে পৌঁছনোর পথ এতটাই ছোট যে, সেখান থেকে জল নামতে অনেক সময় লাগে। তারউপরে সেই সব গর্তের মুখ অনেক সময়ে প্লাস্টিক বা অন্যান্য আবর্জনায় আটকে যায়। ফলে ভারীবৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় অ্যাকশন এরিয়া-১ এ।

এ বার বর্ষায় বিজনেস ক্লাব, প্রাইড হোটেল বা অন্যান্যজায়গায় ভারী বৃষ্টিতে জল জমে গিয়েছিল। তার অন্যতম কারণ ফুটপাতের ত্রুটি বলেই দাবিকরছে আবাসিকদের সংগঠন ‘নিউ টাউন সিটিজেন্স ওয়েলফেয়ার ফ্রেটার্নিটি’। সম্পাদক সমীর গুপ্তের দাবি, ‘‘২০২১ সালে ওই সবফুটপাত তৈরি হয়। সাধারণ রাস্তা, যেখানে গাড়ির চাপ নেই, তেমন ব্লকের রাস্তায় ফুটপাততৈরি হয়। কিন্তু ফুটপাতগুলি এমন ভাবে তৈরি করা হয়েছে যে, জল ভূগর্ভে পৌঁছতে অনেকসময় লাগে। গর্তের মুখগুলি খুব ছোট।’’

আবাসিকদের একাংশের দাবি, অ্যাকশন এরিয়া ১-এ আগে পুরনো ব্যবস্থায় রাস্তার পাশেনর্দমা ছিল। তার উপরে জাল দেওয়া থাকত। তখন বৃষ্টি হলে জল সহজে নেমে যেত। তেমন ব্যবস্থা অন্য অ্যাকশন এরিয়ায় এখনও রয়েছে। কোথাও নর্দমার উপরেপাথরের স্ল্যাব পাতা থাকে। বৃষ্টি হলে জল নামার অনেকটা জায়গা থাকে। ওয়েলফেয়ার ফ্রেটার্নিটির তরফে সমীরের দাবি,এই সমস্যা নিয়ে অতীতে তাঁরা নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের মতে,যে ভাবে অল্প সময়ের ব্যবধানে পরের পর নিম্নচাপ হচ্ছে, তাতে অ্যাকশন এরিয়া ১ জলমগ্ন হওয়ার আশঙ্কা সব সময়ে রয়েছে। অতীতেসেখানকার বলাকা আবাসনে জল জমার কারণে পথে নৌকা নামাতে হয়েছিল। দু’-তিন বছর আগে সাপুরজি এলাকায় জমা জলেরনীচে ম্যানহোল আছে বুঝতে না পেরে পা আটকে গিয়ে দীর্ঘক্ষণ রাস্তায় বসে থাকতে হয় এক মহিলাকে।

এনকেডিএ আধিকারিকদের অবশ্য দাবি, ফুটপাতের নকশায় কোনও ত্রুটি নেই।ফুটপাতের মাপ অনুযায়ীই তা তৈরি হয়েছে। এনকেডিএ-র এক পদস্থ আধিকারিক বলেন, ‘‘ফুটপাতের দোষে জল জমছে, এমনটা নয়। বিপুল বৃষ্টিপাতের কারণেই ব্লক এলাকায় কোথাও কোথাও জল জমেছে। তা-ও বৃষ্টি থামারখানিক ক্ষণের মধ্যে জল নেমেও গিয়েছে। বড় রাস্তায় কোথাও জল জমে না। অনেক ক্ষেত্রে নির্মাণস্থলের আশপাশে জল জমেছে। কারণ, নির্মাণ সামগ্রী নর্দমার মুখে আটকে গিয়েছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

drainage system drainage

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy