সম্প্রতি রাতের ডাউন শান্তিপুর লোকালে এক তরুণীকে যৌন হেনস্থা এবং মারধরের ঘটনায় প্রশ্ন উঠেছে লোকাল ট্রেনের মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে। সেই কারণে ঠিক হয়েছে, রাতে লোকাল ট্রেনের মহিলা কামরায় নিরাপত্তারক্ষী
মোতায়েন করা হবে। এর পাশাপাশি, বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম থেকেও মহিলা কামরায় চালানো হবে নজরদারি।
রেল পুলিশ সূত্রের খবর, শান্তিপুর লোকালের মতো ঘটনা আর যাতে না ঘটে, তার জন্যই দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার কথা ভাবা হয়েছে। যাতে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় কোনও পুরুষ যাত্রী বা দুষ্কৃতীরা উঠতে না পারে। শিয়ালদহ রেল পুলিশ সুপার বরুণবদনা চন্দ্রশেখর জানান, রেল পুলিশ যাত্রীদের মনোবল বৃদ্ধি করতে এবং নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করেছে।
গত শুক্রবার রাতে ডাউন শান্তিপুর লোকালে চেপে নদিয়ার ফুলিয়া থেকে শিয়ালদহে ফিরছিলেন এক মহিলা। অভিযোগ, দমদম স্টেশন ছাড়ার পরে এক যুবক তাঁকে যৌন হেনস্থা এবং মারধর করে। ট্রেনের ওই মহিলা কামরা সে সময়ে ফাঁকাই ছিল। ভিতরে রেল পুলিশ বা কোনও রক্ষীও ছিলেন না। ঘটনার সময়ে মহিলা যে ফেসবুক লাইভ করেছিলেন, সেই ছবি দেখেই পরে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।