আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া তপসিয়ার বস্তির বাসিন্দাদের সরকারি প্রকল্পের অধীনে বাড়ি বানিয়ে দেওয়ার প্রস্তাব উঠেছে। কিন্তু তা আটকে গিয়েছে জমি-জটের কারণে। সম্প্রতি বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে গৃহহীন হয়ে পড়া ওই পরিবারদের জন্য রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়ার প্রস্তাব উঠলেও জানা গিয়েছে, ওই জমি সেচ দফতরের অধীনে। তাই ওই প্রকল্প বাস্তবায়িত করার ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছে কলকাতা পুরসভা।
পুরসভা সূত্রের খবর, বাইপাসের ধারে তপসিয়ার ওই বস্তিতে সম্প্রতি বিধ্বংসী আগুনে গৃহহীন হয়ে পড়েছে ৫০-৬০টি পরিবার। এর পরে মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁদের পুনর্বাসনের জন্য উদ্যোগী হন পুর কর্তৃপক্ষ। সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে দরিদ্র মানুষদের জন্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে এখানে বাড়ি তৈরি করে দেওয়ার কথা ভাবা হয়েছিল।
কিন্তু সেই প্রস্তাব রূপায়ণে বাধা হয়ে দাঁড়িয়েছে জমির মালিকানা। পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, খোঁজ নিয়ে জানা গিয়েছে ওই জমির মালিকানা সেচ দফতরের হাতে। তাই সেই জমি হস্তান্তরিত না হওয়া পর্যন্ত সেখানে কোনও স্থায়ী নির্মাণকাজ করতে পারবে না পুরসভা।