Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পোশাক-মন্তব্যে দু’ভাগ আবাসন

প্রসঙ্গত, গত সপ্তাহের সোমবার ইএম বাইপাস সংলগ্ন একটি বহুতল আবাসনের বাসিন্দা ওই তরুণীকে শর্টস এবং টপ পরা নিয়ে তির্যক মন্তব্যের শিকার হতে হয়। সে দিন ফ্ল্যাটে একাই ছিলেন তিনি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০১:২৯
Share: Save:

পোশাক পরা নিয়ে তরুণীকে তির্যক মন্তব্যের পরে এ বার তাঁর পরিবার সম্পর্কেও অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠল ইএম বাইপাসের সেই আবাসনের কয়েক জন বাসিন্দার বিরুদ্ধে। তাঁকে সমর্থন করে পাশে দাঁড়ালেন আরও অনেকে। ফলে গোটা বিষয়টি নিয়ে সেখানকার বাসিন্দারা কার্যত দু’ভাগ হয়ে গিয়েছেন বলে আবাসনের একটি সূত্রের খবর।

প্রসঙ্গত, গত সপ্তাহের সোমবার ইএম বাইপাস সংলগ্ন একটি বহুতল আবাসনের বাসিন্দা ওই তরুণীকে শর্টস এবং টপ পরা নিয়ে তির্যক মন্তব্যের শিকার হতে হয়। সে দিন ফ্ল্যাটে একাই ছিলেন তিনি। তখন তাঁর চোখে পড়ে, শৌচাগারের একটি পাইপ লিক করে জল বেরিয়ে যাচ্ছে। জল পড়তে দেখে এক পরিচিত মিস্ত্রিকে ফোন করে ডাকেন তরুণী। কিন্তু ওই মিস্ত্রিকে আবাসনের নিরাপত্তারক্ষী নীচে আটকে দেন। বিষয়টি সমাধানে আবাসনের অ্যাসোসিয়েশনের সভাপতি নিবিড় দাশগুপ্তের সঙ্গে কথা বলতে যান তরুণী। মহিলার অভিযোগ, নিবিড়বাবু তাঁকে জানান, পোশাক পরিবর্তন না করে এলে তিনি কথা বলবেন না। অপমানিত ওই তরুণী এর পরেই কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ও গরফা থানায় অভিযোগ দায়ের করেন। আবাসনের বাকি ফ্ল্যাটের বাসিন্দারাও বিষয়টি জেনে ওই তরুণীর পাশে দাঁড়ান।

এরই মাঝে রবিবার রাতে ঘটনাটিকে কেন্দ্র করে জরুরি বৈঠক ডাকেন আবাসিকেরা। সেখানেই বাসিন্দাদের একাংশ ওই তরুণীর পরিবার সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ। যদিও অনেকেই সে পথে না হেঁটে জানিয়ে দিয়েছেন, তাঁরা তরুণীকেই সমর্থন করছেন এবং তাঁকে আইনি সহায়তার জন্য যাবতীয় সাহায্য করবেন। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ওই কলের মিস্ত্রি, আবাসনের নিরাপত্তারক্ষী এবং ঘটনার সময়ে অ্যাসোসিয়েশনের অফিসে উপস্থিত থাকা আবাসিকদের আলাদা আলাদা ডেকে কথা বলা হবে। ইতিমধ্যে অনেকের সঙ্গে কথাও বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Human Rights Violation Dress Controversy EM Bypass
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE