Advertisement
E-Paper

২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ, পরীক্ষার দিন বদলে বিতর্কে যাদবপুর

পরীক্ষার দিন পাল্টে ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ। সে জন্য বদলে দেওয়া হল ইংরাজি বিভাগের প্রবেশিকা পরীক্ষার দিন। সোমবার অ্যাডমিশন কমিটির বৈঠকে ঠিক হয়, ২১-এর বদলে পরীক্ষা হবে ২৩ জুলাই।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ১৮:৪৬
Share
Save

পরীক্ষার দিন পাল্টে ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ। সে জন্য বদলে দেওয়া হল ইংরাজি বিভাগের প্রবেশিকা পরীক্ষার দিন। সোমবার অ্যাডমিশন কমিটির বৈঠকে ঠিক হয়, ২১-এর বদলে পরীক্ষা হবে ২৩ জুলাই।

দিন বদলের এই ঘটনা নিয়ে সরব হয়েছেন পড়ুয়ারা এবং অধ্যাপকদের একাংশ। তাঁদের বক্তব্য, ‘‘দীর্ঘ দিন ধরে টালবাহানার পর স্নাতক স্তরে কলা বিভাগের ৬টি বিষয়ে পরীক্ষার দিন ক্ষণ ঠিক হয়েছিল। দেশ, বিদেশ থেকে পড়ুয়ারা যাদবপুরে পরীক্ষা দিতে আসবেন। আগে থেকেই তাঁদের ট্রেন ও বিমানের টিকিট কাটতে হয়। পরীক্ষার দিন ফের বদলের ফলে তাঁরা বিপাকে পড়লেন। নির্ঘণ্ট প্রকাশের আগেই এ বিষয়ে চিন্তাভাবনা করা উচিত ছিল। এর আগেও তিন বার পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত বদল হয়েছে। ভোগান্তি কম হয়নি ছাত্রছাত্রীদের।’’

যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যুক্তি, ২১ তারিখে তৃণমূলের শহিদ দিবসের কারণে কলকাতায় যানজটের আশঙ্কা রয়েছে। জেলাতেও বিভিন্ন কর্মসূচি থাকে। ফলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হতে পারে পরীক্ষার্থীদের। এ সব ভেবেই প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: ডাক্তারের কাছে যান, সুরঞ্জনকে পরামর্শ দিলেন রাজ্যপাল

আরও পড়ুন: প্রবেশিকার নির্ঘণ্ট বদল? ফের বিতর্ক

যদিও এই যুক্তি মানতে নারাজ শিক্ষক সংগঠন জুটা। সংগঠনের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “আগে থেকে পরিকল্পনা করে দিন ক্ষণ ঠিক করা হলে এই সমস্যা হওয়ার কারণ ছিল না। ১১ জুলাই যখন ভর্তি-পরীক্ষার নির্ঘণ্ট ঠিক করা হয় সেই সময় বিষয়টি মাথায় রাখা হয়নি কেন?”

আন্দোলনকারী এক পড়ুয়া বলেন, ‘‘এটা তো আর কোনও ধর্মঘট নয় বা মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মতো প্রচুর সংখ্যক পড়ুয়া অংশ গ্রহণ করবেন না। তাই সিদ্ধান্ত বদলের যুক্তি গ্রহণযোগ্য নয়।

Jadavpur University Admission Test TMC Martyrs' Day TMC যাদবপুর বিশ্ববিদ্যালয়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy