Advertisement
১৯ এপ্রিল ২০২৪

যত ব্যথা সেই সাত মাথাতেই

মা উড়ালপুল থেকে রবীন্দ্র সদন যাওয়ার জন্য পার্ক সার্কাস সাত মাথার মোড় পার হয়ে একটি গাড়ি ঢুকে পড়েছে সার্কাস অ্যাভিনিউয়ে। পৌঁছে গিয়েছে একেবারে এ জে সি বসু রোড উড়ালপুলের মুখ পর্যন্ত।

মা উড়ালপুলের সামনে যানজট। সোমবার।

মা উড়ালপুলের সামনে যানজট। সোমবার।

সুপ্রিয় তরফদার
শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ০১:৫৮
Share: Save:

সোমবার বেলা ১১-৩০: মা উড়ালপুল থেকে রবীন্দ্র সদন যাওয়ার জন্য পার্ক সার্কাস সাত মাথার মোড় পার হয়ে একটি গাড়ি ঢুকে পড়েছে সার্কাস অ্যাভিনিউয়ে। পৌঁছে গিয়েছে একেবারে এ জে সি বসু রোড উড়ালপুলের মুখ পর্যন্ত। সেখানে পৌঁছে চালক দেখলেন, সার্কাস অ্যাভিনিউ থেকে বেকবাগান পর্যন্ত রাস্তা বন্ধ! ট্র্যাফিক নিয়ম অনুযায়ী, ওই সময়ে সব গাড়িই একমুখী। ফলে ফিরে আসার পথ বন্ধ। বাধ্য হয়েই এজেসি বসু রোড উড়ালপুল দিয়ে ঘুরে যেতে হল রবীন্দ্র সদনে।

দুপুর ১টা: নাসিরুদ্দিন রোড কার্যত স্তব্ধ। সার্কাস অ্যাভিনিউয়ের একাংশ বন্ধ হওয়ায় সব গাড়ি ঘুরিয়ে দিতে হচ্ছে মেহের আলি রোড এবং ওয়েস্ট রেঞ্জ রোড দিয়ে। ফলে সেখানে বিপুল চাপ। চার নম্বর সেতু দিয়ে নেমে যে সমস্ত গাড়ি নাসিরুদ্দিন রোডে ঢুকছে, সেগুলি ঠায় দাঁড়িয়ে।

দুপুর ১-৩০: মা উড়ালপুল থেকে পার্ক সার্কাস সাত মাথার মোড়ে গাড়ি নামার মুখে দীর্ঘ অপেক্ষা। চার নম্বর সেতু দিয়ে আসা পার্ক স্ট্রিট এবং রবীন্দ্র সদনগামী কোনও বাসকেই নাসিরুদ্দিন রোডে ঢুকতে দেওয়া হয়নি। সব বাস সাত মাথার মোড় দিয়ে ঘোরানো হচ্ছিল মিন্টো পার্কের দিকে। ফলে মা উড়ালপুলের সমস্ত গাড়িই আটকে ছিল দীর্ঘক্ষণ।

ভোগান্তির কারণ: এজেসি বসু রোড উড়ালপুল থেকে মা উড়ালপুলে সহজে যেতে পারলেও মা উড়ালপুল থেকে এজেসি বসু রোড উড়ালপুলে সরাসরি ওঠা যায় না। কারণ, সেখানে কোনও সংযোগকারী র‌্যাম্প নেই। ফলে, মা উড়ালপুল থেকে আসা সব গাড়িকে পার্ক সার্কাস সাত মাথার মোড়ে নামতেই হয়। এর জন্য সাত দিকের গাড়ির চাপে রোজই প্রবল যানজট হয়। এ বার কংগ্রেস এগ্‌জিবিশন রোড ও নাসিরুদ্দিন রোডের উপর দিয়ে বেকবাগান মোড়ের কাছে এজেসি বসু রোড উড়ালপুলের সঙ্গে নতুন র‌্যাম্প যুক্ত হবে। সেই কাজ রবিবার রাতে পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে। সোমবার থেকে গোটা পার্ক সার্কাস এলাকার একাংশের ট্র্যাফিক-চিত্র বদলে দিয়েছে পুলিশ। অনেকেরই অভিযোগ, এ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তাঁরা বিভ্রান্ত হয়েছেন। যদিও পুলিশ জানাচ্ছে, রাস্তায় বারবার পথ নির্দেশের বিজ্ঞপ্তি দেওয়া হলেও অনেকেই তা লক্ষ্য করছেন না।

কত দিন চলবে: কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (১) বিনীত গোয়েল জানান, স‌ংযোগকারী র‌্যাম্পের কাজ চলার জন্য ৩১ অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সার্কাস অ্যাভিনিউয়ের একাংশ। সে কারণে পুরো জায়গাটিতে যান নিয়ন্ত্রণ
করা হবে।

জেনে রাখা জরুরি: পুলিশ সূত্রের খবর, ৪ নম্বর সেতুর দিক থেকে আসা কোনও বাস বা বড় গাড়িকে নাসিরুদ্দিন রোডে ঢুকতে দেওয়া হবে না। সেগুলিকে সাত মাথার মোড় থেকে মিন্টো পার্কের দিকে ঘোরানো হবে। তবে ছোট গাড়ি নাসিরুদ্দিন রোডে ঢুকতে পারবে। রবীন্দ্র সদন যেতে হলে ওই সব গাড়িকে মোহের আলি রোড হয়ে পার্ক স্ট্রিট বা শেক্সপিয়র সরণি ধরতে হবে। অন্য দিকে, এজেসি বসু রোড উড়ালপুলে ওঠার জন্য সেগুলিকে যেতে হবে ওয়েস্ট রেঞ্জ রোড ধরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road jam crisis Park Circus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE