Advertisement
১৬ মে ২০২৪

মোবাইল নয়, সিম নিয়ে গেল ডাকাতেরা!

এত দিন শোনা যেত মোবাইল এবং আরও বহুমূল্য সামগ্রী লুঠ করে নিয়ে যায় ডাকাতেরা। এ বার অভিনব পন্থায় লুঠপাট চালালো তারা। টাকা-গয়নার পাশাপাশি মোবাইল থেকে সিম কার্ডটি খুলে নিয়ে পালাল তারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার নিমতায়।

লণ্ডভণ্ড ঘর। সজল চট্টোপাধ্যায়ের তোলা ছবি।

লণ্ডভণ্ড ঘর। সজল চট্টোপাধ্যায়ের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২০
Share: Save:

এত দিন শোনা যেত মোবাইল এবং আরও বহুমূল্য সামগ্রী লুঠ করে নিয়ে যায় ডাকাতেরা। এ বার অভিনব পন্থায় লুঠপাট চালালো তারা। টাকা-গয়নার পাশাপাশি মোবাইল থেকে সিম কার্ডটি খুলে নিয়ে পালাল তারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার নিমতায়।
পুলিশ জানিয়েছে, নিমতার কলাবাগানে বাড়ি অতনু হালদারের। ঘড়িতে তখন রাত সওয়া ২টো। এমন সময় বেসরকারি চাকুরে অতনুবাবুর বাড়িতে হানা দেয় জনা ছয়েক সশস্ত্র যুবক। ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে দরজা খুলে গৃহকর্তা দেখেন, বাইরে ভোজালি এবং আরও অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েক জন অজ্ঞাতপরিচয় যুবক। প্রত্যেকেরই মুখ রুমালে বাঁধা। বিন্দুমাত্র প্রতিরোধ করার আগেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে যুবকেরা।
‘চেঁচালে প্রাণে মেরে দেব’ বলে অতনুবাবু এবং তাঁর স্ত্রীকে হুমকি দেয় দুষ্কৃতীরা। অতনুবাবুর বৃদ্ধ বাবা অতুলবাবুকেও তাঁর ঘরের দরজা খুলতে বলে। এর পর দু’টি দলে ভাগ হয়ে ‘অপারেশন’ চালায় ডাকাতেরা। নগদ এক হাজার টাকা, এক ভরি সোনার গয়না, একটি ক্যামেরা লুঠ করে একটি গাড়িতে করে চম্পট দেয় তারা। মোবাইল হাতে পেলেও তা না নিয়ে শুধু সিমকার্ড নিয়ে যায় তারা। নিমতা থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যৌথ ভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE