Advertisement
০১ মে ২০২৪

খাস কলকাতায় এটিএম ভেঙে ৩৪ লাখ টাকা ডাকাতি!

গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে প্রায় ৩৪ লক্ষ টাকা লুঠ করল দুষ্কৃতীরা। দমদমের সেভেন ট্যাঙ্কস-এর ঘটনা। এসবিআই-এর ওই এটিএম থেকে সমস্ত টাকা নিয়ে গেলেও একটি ৫০০ টাকার নোট দুষ্কৃতীরা ফেলে রেখে গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই এটিএম কাউন্টারে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না।

সেই ভাঙা এটিএম।—নিজস্ব চিত্র।

সেই ভাঙা এটিএম।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মে ২০১৬ ১৭:২৫
Share: Save:

গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে প্রায় ৩৪ লক্ষ টাকা লুঠ করল দুষ্কৃতীরা। দমদমের সেভেন ট্যাঙ্কস-এর ঘটনা। এসবিআই-এর ওই এটিএম থেকে সমস্ত টাকা নিয়ে গেলেও একটি ৫০০ টাকার নোট দুষ্কৃতীরা ফেলে রেখে গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই এটিএম কাউন্টারে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই কাউন্টারের ৫০ মিটার দূরে ব্যাঙ্ক অব বরোদা-র একটি এটিএম-এ টাকা ভরাতে এসেছিলেন কর্মীরা। তখন ওই কাউন্টারের নিরাপত্তারক্ষী তাঁদের জানান, পাশের স্টেট ব্যাঙ্কের এটিএম কাউন্টারটি সকাল থেকেই বন্ধ। বাইরে থেকে শাটারও নামানো রয়েছে। এর পর তাঁরা গিয়ে শাটার তুলে দেখেন, ভেতরে এটিএম-এর অবস্থা লণ্ডভণ্ড। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে সমস্ত টাকা লুঠ করা হয়েছে। এর পরই ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং পুলিশকে খবর দেওয়া হয়।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১০টা বেজে ৩৭ মিনিটে ওই এটিএম থেকে শেষ টাকা তোলা হয়েছে। তার পর সেখানে প্রায় ৩৪ লাখ টাকা ছিল। রাত ৮টা নাগাদই টাকা ভরানো হয়েছিল ওই এটিএম-এ। সিসিটিভি ক্যামেরাও নষ্ট করে ফেলা হয় বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতের দিকে খন ঝড়বৃষ্টি শুরু হয়, তখনই এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। বাইরে থেকে সাটার নামিয়ে ভেতরে গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে সেখান থেকে সমস্ত টাকা বের করে নেওয়া হয়। কলকাতা এমন ঘটনা প্রথম ঘটল বলে তাদের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

robbery ATM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE