Advertisement
২২ মে ২০২৪

দুষ্কৃতীরা অধরাই

রিজেন্ট পার্কের মতোই হরিদেবপুর থানার বেহালা ইস্ট পার্কের ডাকাতির ঘটনারও বৃহস্পতিবার পর্যন্ত কোনও কিনারা করতে পারল না পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ হরিদেবপুর থানার ইস্ট পার্কের বাসিন্দা দীপেন বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জানালার গ্রিল কেটে এক দল দুষ্কৃতী ঢোকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৮
Share: Save:

রিজেন্ট পার্কের মতোই হরিদেবপুর থানার বেহালা ইস্ট পার্কের ডাকাতির ঘটনারও বৃহস্পতিবার পর্যন্ত কোনও কিনারা করতে পারল না পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ হরিদেবপুর থানার ইস্ট পার্কের বাসিন্দা দীপেন বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জানালার গ্রিল কেটে এক দল দুষ্কৃতী ঢোকে। সেখানে এক তলার ঘরে ঘুমন্ত পরিচারিকাকে তুলে তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ও গলায় ভোজালি ঠেকিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় দোতলায় গৃহকর্তার ঘরে। ওই ঘরে ঢুকে দীপেনবাবুর সামনেই লুঠপাঠ চালায় এক দল মুখোশধারী দুষ্কৃতী।

ঘটনার সঙ্গে গত সপ্তাহের মঙ্গলবার রিজেন্ট পার্ক থানার নিউ গভর্নমেন্ট কলোনির ডাকাতির মিল থাকায় পুলিশ সেই ঘটনায় আঁকানো দুষ্কৃতীদের ‘স্কেচ’ মিলিয়ে দেখার চেষ্টা করে।

কিন্তু গোয়েন্দারা জানিয়েছেন, দীপেনবাবুর পরিবার এবং তাঁদের পরিচারিকা ওই স্কেচগুলি দেখে কোনও মিল খুঁজে পাননি। তবে মিল খুঁজে না পেলেও দুষ্কৃতী দলটি এক নয় বলে ধরে নিতে নারাজ তদন্তকারীরা। কারণ, রিজেন্ট পার্কের ঘটনায় দুষ্কৃতীরা এখনও অধরাই। এক তদন্তকারী অফিসার জানান, ইস্ট পার্কের দুষ্কৃতীরা মুখোশ পরে ছিল। ফলে বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং তাঁদের পরিচারিকা শনাক্ত করতে নাও পারেন। গোয়েন্দারা তদন্তের স্বার্থে সব দিকই খতিয়ে দেখছেন বলে লালবাজার সূত্রে খবর।
খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Robbery Haridevpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE