Advertisement
০৭ মে ২০২৪
Kolkata News

সরকারি কর্মীর পচাগলা দেহ উদ্ধার

সল্টলেকের বহুতল থেকে এক সরকারি কর্মীর পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আশিস গুপ্ত (৫৪)। সল্টলেকের সেচ আবাসনে চারতলার ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ১৫:১৬
Share: Save:

সল্টলেকের বহুতল থেকে এক সরকারি কর্মীর পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আশিস গুপ্ত (৫৪)। সল্টলেকের সেচ আবাসনে চারতলার ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।

প্রতিবেশীরা জানিয়েছেন, আশিসবাবু আগে সেচ দফতরে কাজ করতেন। এর পর অবশ্য শিক্ষা দফতরে বদলি হয়ে যান তিনি। পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার প্রতিবেশীরা তাঁকে শেষ বার দেখতে পেয়েছিলেন। গত বছর তাঁর স্ত্রী মারা যাওয়ার পর ওই আবাসনের ফ্ল্যাটে একাই থাকতেন নিঃসন্তান আশিসবাবু। তার পর থেকেই আশিসবাবুর মানসিক সমস্যা দেখা গিয়েছিল বলে দাবি পুলিশের।

আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সকালে চারতলা থেকে তীব্র দুর্গন্ধের সঙ্গে সঙ্গে অসংখ্য মাছি উড়তে দেখে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে আশিসবাবুর দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের বাথরুমের পাশে পড়ে ছিলেন তিনি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ভোরের ভয়াল আগুনে ভস্মীভূত হাওড়ার বাজার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rotten body government worker salt lake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE