Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গরমে বদল স্কুলের সময়সূচি

প্রখর গরমের জেরে ইতিমধ্যেই রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ক্লাস বন্ধের নোটিস দিয়েছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু কলকাতার সিবিএসই ও আইসিএসই বোর্ডের ইংরেজি মাধ্যমের স্কুলগুলি সকলেই সমস্ত ক্লাস বন্ধ না রেখে সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০০:২৬
Share: Save:

প্রখর গরমের জেরে ইতিমধ্যেই রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ক্লাস বন্ধের নোটিস দিয়েছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু কলকাতার সিবিএসই ও আইসিএসই বোর্ডের ইংরেজি মাধ্যমের স্কুলগুলি সকলেই সমস্ত ক্লাস বন্ধ না রেখে সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। লা-মার্টিনিয়র স্কুলের নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ছুটির ঘোষণা করা হলেও অন্য শ্রেণির ক্ষেত্রে শুধু সময়ের পরিরবর্তন করা হয়েছে। সাউথ পয়েন্ট
আবার প্রতিদিনের আবহাওয়ার উপরে নির্ভর করে ছুটি ঘোষণার পথে গিয়েছে।

অন্য দিকে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সার্কুলার ঘিরে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। গত শনিবার স্কুল শিক্ষা দফতরের তরফে এক নোটিস দিয়ে জানানো হয় সোমবার থেকে সরকারি স্কুলগুলিতে ক্লাস বন্ধ থাকবে। কিন্তু স্কুল ছুটি না দেওয়ায় সোমবারও স্কুলে যেতে হয়েছে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিদের। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সম্পদকমন্ডলীর সদস্য উৎপল রায় বলেন, ‘‘কোনও পরিকল্পনা ছাড়াই কাজ হয়েছে। ক্লাস না হলে শিক্ষকেরা গিয়ে কী করবেন? হয় তাঁদের ছুটি দিক, না হলে কোনও কাজ দিক।’’

স্কুল শিক্ষা দফতরের এক কর্তা বলেন, ‘‘এ সবের এখনও কোন সম্ভাবনা নেই। পরে বিষয়টি নিয়ে কিছু করা যেতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Summer School schedule
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE