ভবানীপুরের এক সোনার দোকানের মালিকের থেকে ১৮ লক্ষ টাকা ডাকাতির অপরাধে চার দুষ্কৃতীকে কারাদণ্ড দিল আলিপুর আদালত। বৃহস্পতিবার আলিপুরের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক গৌরসুন্দর বন্দোপাধ্যায় ওই লুঠের ঘটনায় খোকন নস্কর, দেবাশিস দাস এবং মাসুদ রানাকে সাত বছর কারাবাসের নির্দেশ দেন। আর এক অভিযুক্ত গণেশ পালের চার বছরের কারাদণ্ড হয়েছে।
সরকারি আইনজীবী কাজি খালেকু জামান জানান, ২০০৬-এর ৫ সেপ্টেম্বর বড়বাজার যাওয়ার জন্য টাকা নিয়ে বেরিয়েছিলেন সোনার কারবারি অতুল কাটারিয়া। তিনি যখন ভবানীপুরে ট্যাক্সির জন্য অপেক্ষা করেছিলেন, সে সময়ে ওই চার দুষ্কৃতী তাঁর উপরে চড়াও হয়ে টাকা লুঠ করে পালায়। আদালত এ দিন কারাদণ্ডের পাশাপাশি অপরাধীদের আর্থিক জরিমানাও করেছে।