সকালে উঠে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, রাস্তার ধারে অসুস্থ হয়ে পড়ে রয়েছে ছ’টি পথকুকুর। তার মধ্যে কয়েকটি যন্ত্রণায় ছটফটকরছে। শুক্রবার নিউ টাউনের টেকনো সিটি থানা এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় পশুপ্রেমীরা। পথকুকুরদের জন্য কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরাও চলে আসেন। প্রাথমিক ভাবে অসুস্থ হয়েপড়া কুকুরগুলিকে দেখে অনেকেরই সন্দেহ হয় যে, তাদের বিষ খাওয়ানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পশু চিকিৎসকেরা এসে চিকিৎসা শুরু করেন। প্রাথমিক পরীক্ষার পরে তাঁদেরও অনুমান, বিষক্রিয়াতেই অসুস্থ হয়ে পড়েছে কুকুরগুলি। তাদের স্থানীয় একটিপশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে। তবে,আরও দু’টি পথকুকুরের খোঁজ মিলছে না বলে জানিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা।
নিউ টাউনের অ্যাকশন এরিয়া-৩ এলাকার ইকো স্পেস সংলগ্ন একটি আবাসনের সামনে এই ঘটনাঘটেছে। পশুপ্রেমীদের একাংশের অভিযোগ, তাঁরাই সেখানকার পথকুকুরদের খাওয়ার ব্যবস্থা থেকে নির্বীজকরণ, সব কাজ করেন।কিন্তু কুকুরদের খাওয়ানো নিয়েস্থানীয় স্তরে অনেকে আপত্তি তুলেছিলেন। তা নিয়ে গোলমালও হয়েছিল। এই ঘটনার সঙ্গে সেইঘটনার যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা মৈত্রী পাঠক মনে করেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলে স্পষ্ট হবে, কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছেন। মৈত্রীরা ৩০টি পথকুকুরেরদেখাশোনা করেন। মৈত্রীর দাবি, ওই পথকুকুরেরা আজ পর্যন্ত কাউকে কামড়ায়নি।
পথকুকুরদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনটির কর্ণধার মদনমোহন সর্দার জানান, ওই এলাকায় তিন থেকে ন’বছরের ১০টি পথকুকুরের দেখাশোনা করেন তাঁরা। স্থানীয়দের অনেকেই তাতে সহযোগিতা করেন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থই ছিল পথকুকুরগুলি। তারাই এখন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)