বিশ্বকাপের আগে সল্টলেকে সৌন্দর্যায়নের জন্য রাস্তা এবং সরকারি জমি দখল করে থাকা হকার আর ঝুপড়ি ঘর সরানো হয়েছে। তাই নিয়ে পথেও নেমেছে কিছু সংগঠন। তৈরি হয়েছে যুক্তমঞ্চ। বিশ্বকাপের খেলার দিনে রবিবার তাঁরা উচ্ছেদ বিরোধী মিছিল করার হুঁশিয়ারিও দিয়েছেন। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক একটি ইভেন্টের দিনে হকার-ঝুপড়িবাসীদের নিয়ে যুক্তমঞ্চের এমন মিছিলের আয়োজনকে অবশ্য বাসিন্দারা ধিক্কার জানিয়েছেন। তাঁদের কথায়, ‘‘দেশের মুখ পোড়ানোর পরিকল্পনা হচ্ছে। তা মানা যায় না। প্রশাসন যা করেছে, ঠিক করেছে।’’ প্রয়োজনে বাসিন্দারাও পাল্টা পথে নেমে এর প্রতিবাদ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও যুক্তমঞ্চের প্রতিনিধিরা জানিয়েছেন, আন্দোলন জোরকদমে চলবে। আজ, কলকাতায় তাঁরা মিছিল করে ঝুপড়িবাসী-হকারদের দুরবস্থার কথা তুলে ধরবেন।
যুক্তমঞ্চের প্রতিনিধিরা শনিবার দুপুরে বিধাননগর পুরভবনে মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে দেখা করে দাবিদাওয়া তুলে ধরেন। যুক্তমঞ্চের এক নেতা রঞ্জিত শূর জানান, আপাতত ভ্রাম্যমাণ গাড়িতে হকারদের ব্যবসা করতে দেওয়া, যাঁদের উচ্ছেদ করা হল তাঁদের অবিলম্বে মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করা এবং পুলিশি দমন বন্ধ করা— এই দাবি জানানো হয়েছে। কিন্তু প্রশাসন তাঁদের জানিয়েছে, ২৮ অক্টোবর বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কোনও পদক্ষেপ করতে পারবেন না। তবে নতুন করে কোনও উচ্ছেদ হবে না। ১ নভেম্বর পরবর্তী আলোচনা হবে।
প্রতিনিধিদের দাবি, যেহেতু হকার, বস্তি ও ঝুপড়িবাসীদের জন্য ন্যূনতম ব্যবস্থা নেওয়ার কোনও আশ্বাস মেলেনি, তাই আন্দোলন চলবে।
আজ, রবিবার শিয়ালদহ এলাকায় দুপুর ২টো নাগাদ জমায়েত হবে। তার পরে মিছিল করে স্টেডিয়ামের দিকে যাওয়া হবে। রঞ্জিতবাবু বলেন, ‘‘আমরা বলতে চাইছি, এত মানুষকে চোখের জলে ভাসিয়ে উন্নয়ন হয় না। ফিফা-র নিয়মেই আছে, বিশ্বকাপ করতে গিয়ে কোনও উচ্ছেদ করা চলবে না। হকারদের নিয়ে দেশে নির্দিষ্ট আইন আছে। সেই আইনও মানা হচ্ছে না।’’