বিজেপির মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর কাছে তাঁদের ‘মন কি বাত’ জানালেন অপরাজিতা আঢ্য, দেবলীনা ঘোষ, তথাগত মুখোপাধ্যায় এবং শ্রীলেখা মিত্রের মতো টলি তারকারা। সঙ্গে ছিলেন অ্যাসিড আক্রান্ত মনীষা পৈলান এবং সমাজকর্মী শ্রী ঘটক। শনিবার বিকেলে বিড়লা অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড কালচার অডিটোরিয়ামে হওয়া একটি অনুষ্ঠান থেকে মূলত পশুদের উপর হওয়া নির্যাতন রুখতে কড়া আইন প্রণনয়ের দাবি জানালেন তাঁরা।
আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাণী নির্যাতনে কড়া আইন আনার দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। তবে সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁরা কথা বলেননি। ওই অনুষ্ঠানে আসেননি প্রধানমন্ত্রী। নিজেদের দাবি লিখিত আকারে প্রধানমন্ত্রীর দফতরে পাঠান তাঁরা।
বিজেপির তরফে দেশ জুড়েই এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কখনও নারী, তো কখনও প্রাণীদের উপর নির্যাতনের বিরুদ্ধে, কখনও আবার সামাজিক বিষয় নিয়ে দেশবাসীর থেকে মতামত জানতে চেয়েই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।